ETV Bharat / state

Agriculture Department: অসময়ে আবহাওয়ার অবনতি, 8 দফা নির্দেশিকা জারি করল কৃষি দফতর

Guidelines of Agriculture Department: অসময়ে আবহাওয়ার অবনতির জেরে ভারী বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে বিভিন্ন জেলায় ৷ এই পরিস্থিতিতে কৃষকদের জন্য 8 দফা নির্দেশিকা জারি করল কৃষি দফতর ৷

Agriculture Department
8 দফা নির্দেশিকা জারি করল কৃষি দফতর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 11:01 PM IST

কলকাতা, 16 নভেম্বর: অসময়ে হঠাৎ বঙ্গে নিন্মচাপের জেরে শুরু হয়েছে বর্ষণ ৷ 16 থেকে 18 নভেম্বর রয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি পাতের সম্ভবনা ৷ আর তাই কৃষকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল কৃষি দফতর । বিশেষত, উপকুলবর্তী অঞ্চলের কৃষকদের জন্য এই জারি করা হয়েছে এই নির্দেশিকা ৷ কারণ আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে অনেক জেলাতেই ৷

অসময়ে আবহাওয়ার পরিবর্তনের জের ৷ আসন্ন পরিস্থিতির কথা মাথায় রেখে কৃষকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল কৃষি দফতর । উপকূলবর্তী জেলা বিশেষ করে দুই 24 পরগণা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে । বৃহস্পতিবার থেকেই তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা ৷ চলবে আগামী দুই দিন ৷

এদিন কৃষি দফতরের তরফে মোট 8 দফা নির্দেশিকা জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে, আমন ধান 80 শতাংশ পেকে গেলে দ্রুত তা কেটে তোলার ব্যবস্থা করতে হবে । এক্ষেত্রে প্রয়োজনে কম্বাইন প্যাডি হারভেস্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে । একইসঙ্গে যারা আলুর বীজ বসানোর ভাবনা চিন্তা করছেন তারা এক সপ্তাহ পর কাজ শুরু করুন ৷ এমনই নির্দেশ দিয়েছে কৃষি দফতর ৷

একইসঙ্গে এদিন বর্তমান পরিস্থিতিতে জমিতে কীটনাশক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কারণ বৃষ্টিতে কীটনাশক ধুয়ে যেতে পারে তা গিয়ে মিশতে পারে স্থানীয় এলাকার জলাশয় বা পুকুরে । মাঠে সবজি পেকে গেলে তা দ্রুত তুলে নেওয়ার কথা বলা হয়েছে । যে সমস্ত জমিতে আমন ধান কাটতে অনেক দেরি আছে সেক্ষেত্রে আবহাওয়ার উন্নতি হলে শোষক পোকার হাত থেকে বাঁচতে কৃষি দফতরের পরামর্শ মেনে চলার কথা বলা হয়েছে । একইসঙ্গে সবজির জমিতে জল জমে গেলে ধসা রোগ দেখা দিতে পারে ৷ সেক্ষেত্রে ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন আধিকারিকরা ।

  1. আরও পড়ুন:
    200 ফুটের বেইলি ব্রিজ গড়ে নজির সেনার, বন্যার দেড় মাস পর যোগাযোগ স্বাভাবিক উত্তর সিকিমে
  2. নিম্নচাপের ধাক্কা, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি

কলকাতা, 16 নভেম্বর: অসময়ে হঠাৎ বঙ্গে নিন্মচাপের জেরে শুরু হয়েছে বর্ষণ ৷ 16 থেকে 18 নভেম্বর রয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি পাতের সম্ভবনা ৷ আর তাই কৃষকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল কৃষি দফতর । বিশেষত, উপকুলবর্তী অঞ্চলের কৃষকদের জন্য এই জারি করা হয়েছে এই নির্দেশিকা ৷ কারণ আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে অনেক জেলাতেই ৷

অসময়ে আবহাওয়ার পরিবর্তনের জের ৷ আসন্ন পরিস্থিতির কথা মাথায় রেখে কৃষকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল কৃষি দফতর । উপকূলবর্তী জেলা বিশেষ করে দুই 24 পরগণা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে । বৃহস্পতিবার থেকেই তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা ৷ চলবে আগামী দুই দিন ৷

এদিন কৃষি দফতরের তরফে মোট 8 দফা নির্দেশিকা জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে, আমন ধান 80 শতাংশ পেকে গেলে দ্রুত তা কেটে তোলার ব্যবস্থা করতে হবে । এক্ষেত্রে প্রয়োজনে কম্বাইন প্যাডি হারভেস্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে । একইসঙ্গে যারা আলুর বীজ বসানোর ভাবনা চিন্তা করছেন তারা এক সপ্তাহ পর কাজ শুরু করুন ৷ এমনই নির্দেশ দিয়েছে কৃষি দফতর ৷

একইসঙ্গে এদিন বর্তমান পরিস্থিতিতে জমিতে কীটনাশক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কারণ বৃষ্টিতে কীটনাশক ধুয়ে যেতে পারে তা গিয়ে মিশতে পারে স্থানীয় এলাকার জলাশয় বা পুকুরে । মাঠে সবজি পেকে গেলে তা দ্রুত তুলে নেওয়ার কথা বলা হয়েছে । যে সমস্ত জমিতে আমন ধান কাটতে অনেক দেরি আছে সেক্ষেত্রে আবহাওয়ার উন্নতি হলে শোষক পোকার হাত থেকে বাঁচতে কৃষি দফতরের পরামর্শ মেনে চলার কথা বলা হয়েছে । একইসঙ্গে সবজির জমিতে জল জমে গেলে ধসা রোগ দেখা দিতে পারে ৷ সেক্ষেত্রে ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন আধিকারিকরা ।

  1. আরও পড়ুন:
    200 ফুটের বেইলি ব্রিজ গড়ে নজির সেনার, বন্যার দেড় মাস পর যোগাযোগ স্বাভাবিক উত্তর সিকিমে
  2. নিম্নচাপের ধাক্কা, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.