কলকাতা, 10 মে : রাজ্যে এল আরও 7 লাখ 45 হাজার করোনা ভ্যাকসিন । আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে আসে 7 লাখের বেশি কোভিশিল্ড ভ্য়াকসিন । এর মধ্যে 3 লাখ 95 হাজার পাঠিয়েছে কেন্দ্র সরকার । বাকি সাড়ে তিন লাখ ডোজ কিনেছে রাজ্য সরকার ৷ গতকাল কো-ভ্যাকসিনের এক লাখ ডোজ এসেছিল রাজ্যে । চলতি সপ্তাহে নিয়মিত কেন্দ্র থেকে আসছে ভ্যাকসিন ।
রাজ্যজুড়ে ভ্যাকসিনের জন্য হাহাকারের মধ্যেই কিছুটা স্বস্তির খবর । সাড়ে সাত লাখ ডোজের মতো কোভিশিল্ড ভ্যাকসিন এসে পৌঁছাল রাজ্যে । রাজ্য স্বাস্থ্য দফতরের সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া বরাত অনুযায়ী এই ভ্যাকসিনের কনসাইনমেন্ট এসেছে পৌঁছেছে রাজ্যে ।
সোমবার সকালে এয়ার এশিয়ার বিশেষ বিমানে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে এসে পৌঁছায় সাড়ে সাত লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন । এর আগে গতকালই এসেছিল আরও এক লাখ ডোজ ভ্যাকসিন । এর আগে ৫ মে আরও পাঁচ লাখ ডোজ আসে ৷ এক লাখ ডোজ কোভ্যাকসিনের এবং বাকি চার লাখ ডোজ কোভিশিল্ডের ।
রাজ্য দফতরের সূত্র অনুযায়ী, যদিও প্রয়োজনের তুলানায় এই বরাত এখনও অনেক কম, তবে এই নতুন কনসাইনমেন্ট আসার ফলে পরবর্তী কয়েকদিনে কিছুটা হলেও ভ্যাকসিনের সংকট কিছুটা হলেও কমবে । ওদিকে মুখ্যমন্ত্রী সোমবারও ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । তিনি বলেন, "কেন্দ্রের কাছে আমরা যত ভ্যাকসিন চাইছি তার সেই তুলনায় অনেক কমই এসে পৌঁছেছে এখনও পর্যন্ত রাজ্যে।"