ETV Bharat / state

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন 7 বাঙালি - জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে

খেলায় অসাধারণ প্রতিভার কারণে আগেই অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন মৌমা ৷ এবার ঝুলিতে আসছে পদ্মশ্রী সম্মান ৷

পদ্মশ্রী
পদ্মশ্রী
author img

By

Published : Jan 26, 2021, 8:10 AM IST

কলকাতা, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের আগে গতকাল সন্ধ্যায় এই বছরের পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন এমন 119 জনের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ 2021 সালের এই তালিকা অনুযায়ী পদ্ম সম্মানে সম্মানিত হচ্ছেন সাত বঙ্গসন্তান ৷ পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন তাঁরা ৷

সেই তালিকায় রয়েছেন বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে-ফন্টে কার্টুন চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ ৷ পদ্মশ্রী পাচ্ছেন টেবিল টেনিস তারকা, পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমস পদক জয়ী মৌমা দাস ৷ খেলায় অসাধারণ প্রতিভার কারণে আগেই অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন মৌমা ৷ এবার ঝুলিতে আসছে পদ্মশ্রী সম্মান ৷

আরও পড়ুন : সদাই ফকিরের পাঠশালা, গুরুদক্ষিণা বছরে মাত্র 2 টাকা

পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা সুজিত চট্টোপাধ্যায় ৷ যাঁকে অনেকেই চেনেন সদাই ফকির নামে ৷ নিজের বাড়িতে বার্ষিক দুই টাকার বিনিময়ে প্রায় 300 ছাত্র-ছাত্রীদের পড়ান সুজিতবাবু ৷ তাঁর এই কর্মের জন্যই এবছর সাহিত্য বিভাগে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন তিনি ৷ শিক্ষা বিভাগে পদ্মশ্রী-তে সম্মানিত হচ্ছেন জগদীশচন্দ্র হালদার।

আরও পড়ুন : মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস

কামতাপুরি ভাষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে পদ্মশ্রী পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা ৷ পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শান্তিপুরের তাঁত শিল্পী বীরেনকুমার বসাক ৷ এই বছর দেশ-বিদেশ মিলিয়ে মোট 119 জনকে পদ্ম সম্মানে সম্মানিত করবে ভারত সরকার ৷ সেই তালিকা অনুযায়ী সর্বোচ্চ পদ্ম সম্মান পদ্মবিভূষণে সম্মানিত হচ্ছেন 7 জন ৷ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন 10 জন ৷ এবং 102 জন ব্যক্তিত্বকে সম্মানিত করা হচ্ছে পদ্মশ্রী সম্মানে ৷ পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে, প্রয়াত সংগীত শিল্পী এস পি বালা সুব্রমনিয়ম । তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে ।

কলকাতা, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের আগে গতকাল সন্ধ্যায় এই বছরের পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন এমন 119 জনের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ 2021 সালের এই তালিকা অনুযায়ী পদ্ম সম্মানে সম্মানিত হচ্ছেন সাত বঙ্গসন্তান ৷ পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন তাঁরা ৷

সেই তালিকায় রয়েছেন বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে-ফন্টে কার্টুন চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ ৷ পদ্মশ্রী পাচ্ছেন টেবিল টেনিস তারকা, পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমস পদক জয়ী মৌমা দাস ৷ খেলায় অসাধারণ প্রতিভার কারণে আগেই অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন মৌমা ৷ এবার ঝুলিতে আসছে পদ্মশ্রী সম্মান ৷

আরও পড়ুন : সদাই ফকিরের পাঠশালা, গুরুদক্ষিণা বছরে মাত্র 2 টাকা

পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা সুজিত চট্টোপাধ্যায় ৷ যাঁকে অনেকেই চেনেন সদাই ফকির নামে ৷ নিজের বাড়িতে বার্ষিক দুই টাকার বিনিময়ে প্রায় 300 ছাত্র-ছাত্রীদের পড়ান সুজিতবাবু ৷ তাঁর এই কর্মের জন্যই এবছর সাহিত্য বিভাগে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন তিনি ৷ শিক্ষা বিভাগে পদ্মশ্রী-তে সম্মানিত হচ্ছেন জগদীশচন্দ্র হালদার।

আরও পড়ুন : মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস

কামতাপুরি ভাষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে পদ্মশ্রী পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা ৷ পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শান্তিপুরের তাঁত শিল্পী বীরেনকুমার বসাক ৷ এই বছর দেশ-বিদেশ মিলিয়ে মোট 119 জনকে পদ্ম সম্মানে সম্মানিত করবে ভারত সরকার ৷ সেই তালিকা অনুযায়ী সর্বোচ্চ পদ্ম সম্মান পদ্মবিভূষণে সম্মানিত হচ্ছেন 7 জন ৷ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন 10 জন ৷ এবং 102 জন ব্যক্তিত্বকে সম্মানিত করা হচ্ছে পদ্মশ্রী সম্মানে ৷ পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে, প্রয়াত সংগীত শিল্পী এস পি বালা সুব্রমনিয়ম । তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.