কলকাতা, 16 মে : 19 মে রাজ্যে সপ্তম দফার লোকসভা নির্বাচন । শেষ দফার ভোটে 676 কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এদের মধ্যে লোকসভা ভোটের জন্য 621 কম্পানি ও বিধানসভা উপনির্বাচনের দায়িত্বে থাকবে 34 কম্পানি । QRT তে থাকবে একজন রাজ্য পুলিশের কর্মী ।
বাহিনী বিন্যাস :
- কলকাতা - 147 কম্পানি
- বারাসত - 55 কম্পানি
- ব্যারাকপুর - 48 কম্পানি
- বারুইপুর -102 কম্পানি
- বসিরহাট -71 কম্পানি
- বিধাননগর -27 কম্পানি
- ডায়মন্ড হারবার - 81 কম্পানি
- সুন্দরবন - 80 কম্পানি
- ভাটপাড়া- 6 কম্পানি
- দার্জিলিং -16 কম্পানি
- মালদা -11 কম্পানি
- হবিবপুর - 10 কম্পানি
- মুর্শিদাবাদ - 22 কম্পানি
নন CAPF মেজার থাকবে :
- দমদম- 990
- বারাসত-1029
- বসিরহাট-943
- জয়নগর-1230
- মথুরাপুর-1240
- ডায়মন্ড হারবার-1275
- যাদবপুর-1410
- কলকাতা দক্ষিণ-1181
- কলকাতা উত্তর- 934
কুইক রেসপন্স টিম থাকবে 444 টি । আগে কথা ছিল 512 টি QRT টিম দেওয়া হবে । QRT পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনীর কম্পানি কমান্ডান্টরা । প্রতিটা টিমে রাজ্য পুলিশের একজন কর্মী থাকবে ।
বুথ সংখ্যা
- দমদম-1761
- বারাসাত- 1915
- বসিরহাট-1861
- জয়নগর-1810
- মথুরাপুর-1848
- ডায়মন্ড হারবার-1912
- যাদবপুর 2042
- কলকাতা দক্ষিণ-2031
- কলকাতা উত্তর -1862
9টি কেন্দ্রে মোট ভোটার ১,৪৯,৬৩,০৬৪ জন।