ETV Bharat / state

ইলেকট্রিক শক দিয়ে কুকুর খুন নেতাজিনগরে - NRS-এ কুকুর ছানা মারল

নেতাজিনগরে ইলেকট্রিক শক দিয়ে ছ'টি কুকুরকে খুন করা হল । অভিযোগ, প্রতিবেশীরাই এই কাজ করেছে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালকিন।

ছবি
author img

By

Published : Nov 14, 2019, 2:04 PM IST

কলকাতা, 14 নভেম্বর: ইলেকট্রিক শক দিয়ে ছ'টি কুকুরকে খুন । নেতাজিনগর থানা এলাকার ঘটনা । ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নেতাজিনগর থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

211 নম্বর N.S.C বোস রোডের বাড়ি । এখানেই টিনের ছাউনি বানিয়ে ছ'টি কুকুর পুষেছিলেন মল্লিকা সরকার । এর মধ্যে পাঁচটি ছেলে কুকুর ও একটি মেয়ে কুকুর । 12 নভেম্বর রাত 9টা 45 মিনিট নাগাদ 211 নম্বর N.S.C. বোস রোডে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয় ছ'টি কুকুরকে । ঘটনাটি দেখতে পান মল্লিকাদেবী । সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন । অল্প বিস্তর বচসাও হয় । অভিযোগ, প্রতিবেশী স্বপন ভট্টাচার্য, প্রীতি ভট্টাচার্য, বুলান ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য সহ বেশ কয়েকজন এই কাজ করেন । গতকাল নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন মল্লিকা । তাঁর অভিযোগের ভিত্তিতে প্রিভেনশন অব অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট এবং 429/34 IPC তে মামলা রুজু করেছে পুলিশ ।

image
অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালকিন মল্লিকা সরকার

পুলিশ জানিয়েছে, ধৃতদের সমন করা হয়েছে থানায় । জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারও করা হতে পারে তাদের । দিন কয়েক আগেই NRS-এ কুকুর ছানা পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত 2 নার্সিং ছাত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ ।

কলকাতা, 14 নভেম্বর: ইলেকট্রিক শক দিয়ে ছ'টি কুকুরকে খুন । নেতাজিনগর থানা এলাকার ঘটনা । ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নেতাজিনগর থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

211 নম্বর N.S.C বোস রোডের বাড়ি । এখানেই টিনের ছাউনি বানিয়ে ছ'টি কুকুর পুষেছিলেন মল্লিকা সরকার । এর মধ্যে পাঁচটি ছেলে কুকুর ও একটি মেয়ে কুকুর । 12 নভেম্বর রাত 9টা 45 মিনিট নাগাদ 211 নম্বর N.S.C. বোস রোডে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয় ছ'টি কুকুরকে । ঘটনাটি দেখতে পান মল্লিকাদেবী । সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন । অল্প বিস্তর বচসাও হয় । অভিযোগ, প্রতিবেশী স্বপন ভট্টাচার্য, প্রীতি ভট্টাচার্য, বুলান ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য সহ বেশ কয়েকজন এই কাজ করেন । গতকাল নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন মল্লিকা । তাঁর অভিযোগের ভিত্তিতে প্রিভেনশন অব অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট এবং 429/34 IPC তে মামলা রুজু করেছে পুলিশ ।

image
অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালকিন মল্লিকা সরকার

পুলিশ জানিয়েছে, ধৃতদের সমন করা হয়েছে থানায় । জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারও করা হতে পারে তাদের । দিন কয়েক আগেই NRS-এ কুকুর ছানা পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত 2 নার্সিং ছাত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ ।

Intro:কলকাতা, ১৪ নভেম্বর: নৃশংস কায়দায় কোন কথা হল পাচঁটি কুকুর ছানা। ঘটনা নেতাজি নগর থানা এলাকার। কুকুর খুনের এই ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়ে নেতাজি নগর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।Body:গত ১২ নভেম্বর রাত ৯:৪৫ নাগাদ ২১১ নম্বর N.S.C. বোস রোডে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয় ৬ টি কুকুর ছানা। যার ৫ টি মদ্দা, আর একটি মাদি কুকুর। ঘটনাটি দেখতে পান ওই একই ঠিকানার মল্লিকা সরকার। ঘটনার নৃশংসতা দেখে থাকতে পারেননি তিনি। প্রতিবাদ করেন। তার জেরে ছোটো খাটো ঝামেলাও হয়। গতকাল মল্লিকা নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। জানান স্বপন ভট্টাচার্য্য, প্রীতি ভট্টাচার্য্য, বুলান ভট্টাচার্য্য, আশিষ ভট্টাচার্য্য সহ বেশ কয়েকজন এই কান্ড ঘটিয়েছে। মল্লিকার অভিযোগের ভিত্তিতে প্রিভেনশন অব অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট এবং 429/34 IPC তে মামলা শুরু করেছে পুলিশ।
Conclusion:পুলিশ সূত্রে খবর, ধৃতদের সমন করা হয়েছে থানায়। তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে বলে খবর। উল্লেখ্য, দিন কয়েক আগেই NRS এ কুকুর ছানা পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত 2 নার্সিং ছাত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.