কলকাতা, 14 নভেম্বর: ইলেকট্রিক শক দিয়ে ছ'টি কুকুরকে খুন । নেতাজিনগর থানা এলাকার ঘটনা । ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নেতাজিনগর থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
211 নম্বর N.S.C বোস রোডের বাড়ি । এখানেই টিনের ছাউনি বানিয়ে ছ'টি কুকুর পুষেছিলেন মল্লিকা সরকার । এর মধ্যে পাঁচটি ছেলে কুকুর ও একটি মেয়ে কুকুর । 12 নভেম্বর রাত 9টা 45 মিনিট নাগাদ 211 নম্বর N.S.C. বোস রোডে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয় ছ'টি কুকুরকে । ঘটনাটি দেখতে পান মল্লিকাদেবী । সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন । অল্প বিস্তর বচসাও হয় । অভিযোগ, প্রতিবেশী স্বপন ভট্টাচার্য, প্রীতি ভট্টাচার্য, বুলান ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য সহ বেশ কয়েকজন এই কাজ করেন । গতকাল নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন মল্লিকা । তাঁর অভিযোগের ভিত্তিতে প্রিভেনশন অব অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট এবং 429/34 IPC তে মামলা রুজু করেছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের সমন করা হয়েছে থানায় । জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারও করা হতে পারে তাদের । দিন কয়েক আগেই NRS-এ কুকুর ছানা পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত 2 নার্সিং ছাত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ ।