ETV Bharat / state

BSF Bus Hits Taxi: লেকটাউনে ট্যাক্সিকে ধাক্কা বিএসএফ’র বাসের, আহত 5

author img

By

Published : Jan 8, 2023, 6:39 PM IST

Updated : Jan 8, 2023, 8:26 PM IST

বিএসএফ-এর বাসের ধাক্কা একটি ট্যাক্সিতে ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে লেকটাউন এলাকায় ৷ ঘটনায় বিএসএফ-এর 2 জওয়ান-সহ 5 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে (5 Injured as BSF Truck Hits Taxi in Lake Town) ৷

5 Injured as BSF Truck Hits Taxi in Lake Town ETV BHARAT
5 Injured as BSF Truck Hits Taxi in Lake Town
বিএসএফ-এর বাসের ধাক্কা ট্যাক্সিতে

লেকটাউন, 8 জানুয়ারি: লেকটাউনে একটি ট্যাক্সিতে ধাক্কা মারল বিএসএফ-এর বাস ৷ ঘটনায় 5 জন আহত হয়েছেন (5 Injured as BSF Bus Hits Taxi in Lake Town) ৷ আহতদের মধ্যে 2 জন মহিলা বিএসএফ জওয়ানও রয়েছেন ৷ রবিবার বিকেলের ঘটনায় বিএসএফ-এর বাসের ধাক্কায় ট্যাক্সিটি ছিটকে একটি বাসে ধাক্কা মেরেছে ৷ আরও একটি গাড়িতে বিএসএফ-এর বাসটি ধাক্কা মেরেছে ৷ ঘটনাটি এদিন বিকেল সাড়ে 3টে নাগাদ ভিআইপি রোড ক্লক টাওয়ারের কাছে ঘটেছে ৷

বিধাননগর ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে, ট্যাক্সিটি ভিআইপি রোডে ইউ-টার্ন নেওয়ার জন্য ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছিল ৷ ট্যাক্সিটি সিগনালের অপেক্ষায় ছিল বলে পুলিশ জানিয়েছে ৷ বিএসএফ-এর বাসটি পিছন থেকে এসে ধাক্কা মারে ৷ ট্রাকটিতে বিএসএফ-এর জওয়ানরা ছিলেন ৷ ধাক্কা এতটাই জোরে ছিল যে, ট্যাক্সিটি একটি বাসের সামনে গিয়ে ধাক্কা মারে ৷ এই দুর্ঘটনার জেরে ট্যাক্সিতে সওয়ার 2 মহিলা যাত্রী ও চালক এবং বিএসএফ-এর দুই জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ ট্রাকটি একটি গাড়িতেও ধাক্কা মারে ৷

এই দুর্ঘটনায় ট্যাক্সিটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনার পরেই বিধাননগর ট্রাফিক গার্ডের কর্মীর ও পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ তাঁরা সকলে সেখানে চিকিৎসাধীন ৷ এই দুর্ঘটনার আসল কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক আধিকারিক ৷ ঘটনায় লেকটাউন মোড়ের সিগন্যালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা, পুলিশের গাড়িতে আগুন

ঘটনার পর ভিআইপি রোডে ব্যাপক যানজট তৈরি হয় ৷ বিএসএফ-এর জওয়ান এবং সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ পরবর্তী সময়ে ট্যাক্সি ও বিএসএফ-এর বাসটিকে নিয়ে যাওয়া হয়েছে ৷ দুর্ঘটনার পরে পুলিশের তৎপরতায় দ্রুত বিআইপি রোডে যান চলাচল স্বাভাবিক করা হয় ৷

বিএসএফ-এর বাসের ধাক্কা ট্যাক্সিতে

লেকটাউন, 8 জানুয়ারি: লেকটাউনে একটি ট্যাক্সিতে ধাক্কা মারল বিএসএফ-এর বাস ৷ ঘটনায় 5 জন আহত হয়েছেন (5 Injured as BSF Bus Hits Taxi in Lake Town) ৷ আহতদের মধ্যে 2 জন মহিলা বিএসএফ জওয়ানও রয়েছেন ৷ রবিবার বিকেলের ঘটনায় বিএসএফ-এর বাসের ধাক্কায় ট্যাক্সিটি ছিটকে একটি বাসে ধাক্কা মেরেছে ৷ আরও একটি গাড়িতে বিএসএফ-এর বাসটি ধাক্কা মেরেছে ৷ ঘটনাটি এদিন বিকেল সাড়ে 3টে নাগাদ ভিআইপি রোড ক্লক টাওয়ারের কাছে ঘটেছে ৷

বিধাননগর ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে, ট্যাক্সিটি ভিআইপি রোডে ইউ-টার্ন নেওয়ার জন্য ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছিল ৷ ট্যাক্সিটি সিগনালের অপেক্ষায় ছিল বলে পুলিশ জানিয়েছে ৷ বিএসএফ-এর বাসটি পিছন থেকে এসে ধাক্কা মারে ৷ ট্রাকটিতে বিএসএফ-এর জওয়ানরা ছিলেন ৷ ধাক্কা এতটাই জোরে ছিল যে, ট্যাক্সিটি একটি বাসের সামনে গিয়ে ধাক্কা মারে ৷ এই দুর্ঘটনার জেরে ট্যাক্সিতে সওয়ার 2 মহিলা যাত্রী ও চালক এবং বিএসএফ-এর দুই জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ ট্রাকটি একটি গাড়িতেও ধাক্কা মারে ৷

এই দুর্ঘটনায় ট্যাক্সিটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনার পরেই বিধাননগর ট্রাফিক গার্ডের কর্মীর ও পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ তাঁরা সকলে সেখানে চিকিৎসাধীন ৷ এই দুর্ঘটনার আসল কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক আধিকারিক ৷ ঘটনায় লেকটাউন মোড়ের সিগন্যালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা, পুলিশের গাড়িতে আগুন

ঘটনার পর ভিআইপি রোডে ব্যাপক যানজট তৈরি হয় ৷ বিএসএফ-এর জওয়ান এবং সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ পরবর্তী সময়ে ট্যাক্সি ও বিএসএফ-এর বাসটিকে নিয়ে যাওয়া হয়েছে ৷ দুর্ঘটনার পরে পুলিশের তৎপরতায় দ্রুত বিআইপি রোডে যান চলাচল স্বাভাবিক করা হয় ৷

Last Updated : Jan 8, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.