ETV Bharat / state

46th Kolkata Book Fair: ঘোষিত হল 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

ঘোষিত হল 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (46th Kolkata Book Fair) দিনক্ষণ ৷ মেলা শুরু হচ্ছে সামনের বছর 30 জানুয়ারি ৷ চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত (Kolkata Book Fair 2023)৷

46th Kolkata Book Fair to be inaugurated on 30th January 2023
ঘোষিত হল আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার
author img

By

Published : Nov 30, 2022, 4:16 PM IST

Updated : Nov 30, 2022, 8:04 PM IST

কলকাতা, 30 নভেম্বর: সামনের বছর 30 জানুয়ারি (Kolkata Book Fair 2023) উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার (46th Kolkata Book Fair)। মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত । 46তম বইমেলা উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট্য ব্যক্তিরা । এ বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল স্পেন ।

গতবছর মুখমন্ত্রী নিজে সেন্ট্রাল পার্ককে ঘোষণা করেছিলেন বইমেলা প্রাঙ্গণ হিসাবে । এ বছর থেকে সেখানেই হবে কলকাতা বইমেলা । বুধবার সাংবাদিক সম্মেলন করে সে কথাই ঘোষণা করলেন গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে ও সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় । 2006 সালের পর এ বার ফের কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন । এ দিন সাংবাদিক সম্মেলনে তাই উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত খোসে মারিয়া রিদাও দোমিনগেজ । তিনি জানান, স্পেনের প্যাভিলিয়ন তৈরি হবে পরিবেশবান্ধব জিনিস দিয়ে ৷ ভারতের পাশাপাশি বাংলার সংস্কৃতিও ধরা হবে সেই সজ্জায় । থাকবে নারী ও সমান অধিকারের পক্ষে বার্তা ।

46th-kolkata-book-fair-to-be-inaugurated-on-30th-january-2023
কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন

আরও পড়ুন: সন্তানকে মানুষ করতে হলে গুগলমুখো নয়, বইমুখী করুন: সব্যসাচী

প্রসঙ্গত গত বছর করোনা পরিস্থিতি উন্নত হওয়ার পর ফের শুরু হয়েছিল কলকাতা বইমেলা । হাজির হয়েছিলেন প্রায় 22 লক্ষ বইপ্রেমী মানুষ । বই বিক্রি হয়েছিল 23 কোটি টাকার, যা এখনও পর্যন্ত রেকর্ড । বইয়ের স্টল সংখ্যা ছিল 570টি । সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, "গত বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা বইমেলার জায়গা ছোট করেছিলাম । তবে এ বার আবার সেই পুরনো মাপেই হবে বইমেলা । এ বছর আমরা আশা করছি আরও লোকসংখ্যা বাড়বে । শিয়ালদহ করুণাময়ী রুটের মেট্রো পরিষেবা চলাচল হওয়ার জেরে দূরদূরান্ত থেকে মানুষজন আসতে পারবেন । আন্তর্জাতিক কলকাতা বইমেলার আরেকটি অন্যতম আকর্ষণ কলকাতায় লিটারেচার উৎসব । যা অনুষ্ঠিত হবে 9 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত ।

কলকাতা, 30 নভেম্বর: সামনের বছর 30 জানুয়ারি (Kolkata Book Fair 2023) উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার (46th Kolkata Book Fair)। মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত । 46তম বইমেলা উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট্য ব্যক্তিরা । এ বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল স্পেন ।

গতবছর মুখমন্ত্রী নিজে সেন্ট্রাল পার্ককে ঘোষণা করেছিলেন বইমেলা প্রাঙ্গণ হিসাবে । এ বছর থেকে সেখানেই হবে কলকাতা বইমেলা । বুধবার সাংবাদিক সম্মেলন করে সে কথাই ঘোষণা করলেন গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে ও সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় । 2006 সালের পর এ বার ফের কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন । এ দিন সাংবাদিক সম্মেলনে তাই উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত খোসে মারিয়া রিদাও দোমিনগেজ । তিনি জানান, স্পেনের প্যাভিলিয়ন তৈরি হবে পরিবেশবান্ধব জিনিস দিয়ে ৷ ভারতের পাশাপাশি বাংলার সংস্কৃতিও ধরা হবে সেই সজ্জায় । থাকবে নারী ও সমান অধিকারের পক্ষে বার্তা ।

46th-kolkata-book-fair-to-be-inaugurated-on-30th-january-2023
কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন

আরও পড়ুন: সন্তানকে মানুষ করতে হলে গুগলমুখো নয়, বইমুখী করুন: সব্যসাচী

প্রসঙ্গত গত বছর করোনা পরিস্থিতি উন্নত হওয়ার পর ফের শুরু হয়েছিল কলকাতা বইমেলা । হাজির হয়েছিলেন প্রায় 22 লক্ষ বইপ্রেমী মানুষ । বই বিক্রি হয়েছিল 23 কোটি টাকার, যা এখনও পর্যন্ত রেকর্ড । বইয়ের স্টল সংখ্যা ছিল 570টি । সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, "গত বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা বইমেলার জায়গা ছোট করেছিলাম । তবে এ বার আবার সেই পুরনো মাপেই হবে বইমেলা । এ বছর আমরা আশা করছি আরও লোকসংখ্যা বাড়বে । শিয়ালদহ করুণাময়ী রুটের মেট্রো পরিষেবা চলাচল হওয়ার জেরে দূরদূরান্ত থেকে মানুষজন আসতে পারবেন । আন্তর্জাতিক কলকাতা বইমেলার আরেকটি অন্যতম আকর্ষণ কলকাতায় লিটারেচার উৎসব । যা অনুষ্ঠিত হবে 9 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত ।

Last Updated : Nov 30, 2022, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.