কলকাতা, 7 মার্চ : সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ এবার কমিকসের আকারে (Abol Tabol of Sukumar Ray in form of Comics) ৷ লেখক সুযোগ বন্দ্যোপাধ্যায় শিশু সাহিত্যের এই অমর সৃষ্টিকে কমিকসের রূপ দিয়েছেন ৷ আর 45তম কলকাতা বইমেলায় (45th Kolkata Book Fair) ‘আবোল তাবোল’ কমিকসের চাহিদা এ বার সবচেয়ে বেশি ৷ এমনটাই জানিয়েছে প্রকাশনা সংস্থার এক সদস্য ৷
সুকুমার রায়ের ‘আবোল তাবোল’কে ঘিরে বাঙালির আবেগ নতুন করে বলার কথা নয় ৷ আবালবৃদ্ধবনিতার কাছে সুকুমার রায়ের এই সৃষ্টির গুরুত্ব চিরকালীন ৷ সন্তানরা কথা বলতে শিখলেই মা-বাবা তাদের কিনে আনেন ‘আবোল তাবোল’ ৷ আদো আদো স্বরে খুদেরা অল্পবিস্তর শিখেও নেয় ছড়াগুলি ৷ যেমন, ‘‘আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার’’--- বলতে শিখেই খিলখিলিয়ে হেসে ওঠে ছোটরা ৷ একই ভাবে খুড়োর কল, সাবধান, রামগড়ূরের ছানা কবিতাগুলিও সমান জনপ্রিয় বাঙালির কাছে ৷ আর শিশু সাহিত্যিকের সৃষ্টি কালজয়ী সেই ছড়াগুলিই হাজির হয়েছে কমিকসের আকারে ৷ লিখেছেন সুযোগ বন্দ্যোপাধ্যায় ৷
এই বইটি কবিতা এবং কমিকস প্রেমীদের কাছে খুবই কদর পাবে বলে আশাবাদী প্রকাশনা সংস্থা ৷ প্রকাশনা সংস্থার কথা অনুযায়ী, ‘আবোল তাবোল’ কমিকসের চাহিদা এবার সবচেয়ে বেশি ৷ অনেক বিক্রিও হচ্ছে বইটি ৷ প্রচ্ছদেও আছে দারুণ চমক ৷ রঙিন প্রচ্ছদের কারণে সহজেই চোখ যাচ্ছে বইটির দিকে ৷ প্রকাশনা সংস্থাটি এবার ‘টুনটুনি’ এবং ‘আলাদিন’ নামক বই দু’টিকেও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছে ৷
আরও পড়ুন : 45th Kolkata Book Fair : পরীক্ষা শেষে স্কুল ইউনিফর্মে বইমেলা প্রাঙ্গণে খুদেরা
প্রসঙ্গত, আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ তাই দশম শ্রেণির পড়ুয়াদের দেখা মিলছে না বইমেলায় ৷ শুরুর দিনে মা-বাবাকে সঙ্গে নিয়ে কয়েকজন এসেছিল বলে জানাচ্ছে প্রকাশনা সংস্থাগুলি ৷ অনেকে নিজেদের পছন্দের বই কিনে নিয়ে গিয়েছে ৷ এমনকি অনেকের মা-বাবা এসে বই কিনে নিয়ে গিয়েছে ৷ তবে, 8 থেকে 14 বছরের বাচ্চারা ছোটদের প্রকাশনা সংস্থাগুলির স্টলে ভিড় করছে ৷