কলকাতা, 27 সেপ্টেম্বর: একদিকে ধীরগতিতে হলেও উৎসবের মরসুমে কিছুটা বাড়ছে করোনা । পুজোর ভিড়ে সংক্রমণ আরও বাড়ার সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । অন্যদিকে ডেঙ্গির বাড়বাড়ন্ত । এই অবস্থায় ক্রমেই চিন্তার ভাঁজ বাড়ছে নবান্নের (40 Health Workers to Monitor Hospital) । ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পনেরো হাজার অতিক্রম করেছে । এই অবস্থায় কোমর বেঁধে নামতে হবে । বিশেষ করে পুজোর 6 দিন ছুটি থাকলেও সরকারি হাসপাতালে যাতে পরিষেবায় শৈথিল্য না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে । পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ও হাওড়ার ধাঁচে সব জেলায় ডেঙ্গি কল সেন্টার চালু করতে হবে । জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য কর্তাদের এই নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ।
নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি মোকাবিলায় যুক্ত সব সরকারি কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে । শুধু তাই নয়, পুজোর দিনগুলিতে যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনও ঘাটতি না হয় সেই জন্য নজরদারিতে 40 জন স্বাস্থ্যকর্তাকে দায়িত্ব দিচ্ছে নবান্ন । এদের কাজ হবে মূলত সামগ্রিকভাবে নজরদারি করা ।
আরও পড়ুন: কলকাতার দক্ষিণ জুড়ে বাড়বাড়ন্ত ডেঙ্গির, উত্তরে খানিক স্বস্তি
রাজ্য স্বাস্থ্যদফতরের সোমবার জারি করা শেষ কোরোনা পরিসংখ্যান বলছে, গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 141 জন । যা আগের দিন ছিল সাড়ে তিনশোর বেশি । ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 21,13,387 । মৃত্যু হয়েছে 3 জনের । মোট করোনার বলি 21,499 জন । একদিনে মহামারীর কবল থেকে মুক্ত হয়েছেন 216 জন ৷ আগেরদিন তা ছিল সামান্য কম । এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার 98.84 শতাংশ । পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 20,88,843 জন । এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3045, যার মধ্যে 123 জন রোগী ভর্তি হাসপাতালে ।
আরও পড়ুন: পুজোর আগে শেষ রবিবার বাজারে উপচে পড়া ভিড়, ফিরল প্রাক-করোনা স্মৃতি
এদিন স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেছেন, হাসপাতাল এমন একটা পরিষেবা যা 365 দিন 24 ঘণ্টা কার্যকারি থাকা ভীষন জরুরি । গোটা বিষয়টি ভালোভাবে বোঝেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাই রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে যথেষ্টই সতর্ক তিনি । সেকারণে বাড়তি নজরদারির ব্যবস্থা বলে জানিয়েছেন তিনি ।