ETV Bharat / state

পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গে পা 4 বাঙালি পর্বতারোহীর - kanchanjangha

আজ সকালেই তারা কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ আরোহণ করেন । 8 হাজার মিটারের পর্বতগুলির মধ্যে কাঞ্চনজঙ্ঘা আরোহণ বেশ কঠিন বলেই মনে করেন বিশিষ্ট পর্বতারোহীরা । একারণেই এভারেস্ট আরোহীদের সংখ্যা যেখানে উল্লেখযোগ্যভাবে বাড়ছে সেখানে কাঞ্চনজঙ্ঘায় সফল অভিযাত্রীর সংখ্যা হাতে গোনা ।

কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ
author img

By

Published : May 15, 2019, 11:59 PM IST

কলকাতা, 15 মে : পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গে পা রাখল 4 বাঙালি পর্বতারোহী । আজ সকালেই তারা 8586 মিটারের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ আরোহণ করেন । 8 হাজার মিটারের পর্বতগুলির মধ্যে কাঞ্চনজঙ্ঘা আরোহণ যথেষ্ট কঠিন বলেই মনে করেন বিশিষ্ট পর্বতারোহীরা । একারণেই এভারেস্ট আরোহীদের সংখ্যা যেখানে উল্লেখযোগ্যভাবে বাড়ছে সেখানে কাঞ্চনজঙ্ঘায় সফল অভিযাত্রীর সংখ্যা হাতে গোনা । বাংলা থেকে এবারের অভিযানে অংশ নিয়েছিল 5 জন অভিযাত্রী ৷ তারা হল রুদ্রপ্রসাদ হালদার, বিপ্লব বৈদ্য, শেখ সাহাবুদ্দিন, রমেশ রায় ও কুন্তল কাঁড়ার ৷ প্রত্যেকেই সফলভাবে এভারেস্টে আরোহণ করেছিল ৷ এদের মধ্যে প্রথম চারজন কাঞ্চনজঙ্ঘা অভিযানে সফল হয়েছে ।

তবে অসুস্থ হয়ে পড়েছে কুন্তল কাঁড়ার ৷ তাকে উদ্ধার করতে ইতিমধ্যেই রওনা দিয়েছে 4 জনের একটি অভিযাত্রী দল ৷ তাকে আজকেই ক্যাম্প 4 - এ নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ৷ সেখান থেকে ক্যাম্প 3 হয়ে ক্যাম্প 2 ৷ তারপর ক্যাম্প 2 থেকে হেলিকপ্টারে করে তাকে নীচে নিয়ে আসা হবে ৷ ক্যাম্প 2 - এর উপরে টেকনিক্যাল কারণে হেলিকপ্টার যাবে না বলে জানা গেছে ৷ অসুস্থ হয়ে পড়েছে বিপ্লব বৈদ্যও ৷ তবে সে এখন ক্যাম্প 4 - এর কাছাকাছি ৷ বাকি বাঙালি অভিযাত্রীরা সকলেই নিরাপদে ক্যাম্প 4 - এ এসে পৌঁছেছেন ৷

উল্লেখ্য, 2014 সালে 20 মে এই কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় বাংলার পর্বতারোহী ছন্দা গায়েন ৷

কলকাতা, 15 মে : পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গে পা রাখল 4 বাঙালি পর্বতারোহী । আজ সকালেই তারা 8586 মিটারের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ আরোহণ করেন । 8 হাজার মিটারের পর্বতগুলির মধ্যে কাঞ্চনজঙ্ঘা আরোহণ যথেষ্ট কঠিন বলেই মনে করেন বিশিষ্ট পর্বতারোহীরা । একারণেই এভারেস্ট আরোহীদের সংখ্যা যেখানে উল্লেখযোগ্যভাবে বাড়ছে সেখানে কাঞ্চনজঙ্ঘায় সফল অভিযাত্রীর সংখ্যা হাতে গোনা । বাংলা থেকে এবারের অভিযানে অংশ নিয়েছিল 5 জন অভিযাত্রী ৷ তারা হল রুদ্রপ্রসাদ হালদার, বিপ্লব বৈদ্য, শেখ সাহাবুদ্দিন, রমেশ রায় ও কুন্তল কাঁড়ার ৷ প্রত্যেকেই সফলভাবে এভারেস্টে আরোহণ করেছিল ৷ এদের মধ্যে প্রথম চারজন কাঞ্চনজঙ্ঘা অভিযানে সফল হয়েছে ।

তবে অসুস্থ হয়ে পড়েছে কুন্তল কাঁড়ার ৷ তাকে উদ্ধার করতে ইতিমধ্যেই রওনা দিয়েছে 4 জনের একটি অভিযাত্রী দল ৷ তাকে আজকেই ক্যাম্প 4 - এ নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ৷ সেখান থেকে ক্যাম্প 3 হয়ে ক্যাম্প 2 ৷ তারপর ক্যাম্প 2 থেকে হেলিকপ্টারে করে তাকে নীচে নিয়ে আসা হবে ৷ ক্যাম্প 2 - এর উপরে টেকনিক্যাল কারণে হেলিকপ্টার যাবে না বলে জানা গেছে ৷ অসুস্থ হয়ে পড়েছে বিপ্লব বৈদ্যও ৷ তবে সে এখন ক্যাম্প 4 - এর কাছাকাছি ৷ বাকি বাঙালি অভিযাত্রীরা সকলেই নিরাপদে ক্যাম্প 4 - এ এসে পৌঁছেছেন ৷

উল্লেখ্য, 2014 সালে 20 মে এই কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় বাংলার পর্বতারোহী ছন্দা গায়েন ৷


Deoghar (Jharkhand), May 15 (ANI): While addressing a public meeting in Jharkhand's Deoghar, Prime Minister Narendra Modi slammed Congress and said, "Congress can't say they lost elections because of 'naamdar', it would be against the rules of dynasty. That is why after the 5th phase, 2 of the closest 'darbaari' of the 'naamdar' family started batting on their own."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.