ETV Bharat / state

সার্ভার গোলযোগ, স্থগিত রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা

author img

By

Published : Mar 18, 2021, 10:11 AM IST

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমেস্টারের অনলাইন পরীক্ষা চলাকালীন সার্ভার বিভ্রাট । এর জেরে তৃতীয় সেমেস্টারের সঙ্গে পঞ্চম ও প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে ।

সার্ভার গোলযোগ, স্থগিত রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা
সার্ভার গোলযোগ, স্থগিত রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা

কলকাতা, 18 মার্চ : সার্ভার গোলযোগে মাঝপথেই থমকাল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতকের তৃতীয় সেমেস্টারের অনলাইন পরীক্ষা । গতকাল সাড়ে 11টা থেকে শুরু হয়েছিল তৃতীয় সেমেস্টারের পরীক্ষা । কিন্তু, পরীক্ষা শুরুর 15 মিনিট পরেই দেখা দেয় সার্ভার গোলযোগ । বিষয়টি সামনে আসতেই তার সমাধানে উদ্যোগী হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু, দ্রুত সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তৃতীয় সেমেস্টারের সঙ্গে পঞ্চম ও প্রথম সেমেস্টারের সকল পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

12 মার্চ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের বিজোড় সেমেস্টারগুলির পরীক্ষা হয়েছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে । বিগত কয়েকদিন স্নাতকোত্তরের পরীক্ষা হয়ে বুধবার থেকে শুরু হয়েছিল স্নাতকের পরীক্ষা । পরীক্ষা সূচি অনুযায়ী, প্রথম অর্ধে তথা সকাল 9টা থেকে সাড়ে 10টা পর্যন্ত সপ্তম সেমেস্টারের পরীক্ষা ছিল । প্রায় 25 হাজার পরীক্ষার্থী নির্বিঘ্নে সেই পরীক্ষা দেন অনলাইনে ‌। কিন্তু, দ্বিতীয় অর্ধে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হতেই বাধে বিপত্তি । সার্ভার গোলযোগ দেখা দিতেই রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানিকে খবর দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পাশাপাশি, MAKAUT-এর অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জানানো হয়, সার্ভারের সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে । পরীক্ষা যেখানে স্তব্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে । উপযুক্ত অতিরিক্ত সময় দেওয়া হবে ।

কিন্তু, শেষ পর্যন্ত সার্ভার সমস্যার সমাধান করতে বিকেল হয়ে যায় । তাই পড়ুয়াদের স্বার্থ রক্ষা করতে এদিনের সব পড়ুয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আবারও অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, অপ্রত্যাশিতভাবে ক্লাউড সার্ভারে টেকনিক্যাল সমস্যা, সার্ভার এরর দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ 17 মার্চ সকাল সাড়ে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তৃতীয় সেমেস্টারের পরীক্ষা, দুপুর 2টো থেকে সাড়ে 3টে পর্যন্ত পঞ্চম সেমেস্টার পরীক্ষা এবং বিকেল সাড়ে 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রথম সেমেস্টারের যে পরীক্ষাগুলি ছিল সেগুলি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে । পরীক্ষাসূচি অনুযায়ী সকল পরীক্ষা হয়ে যাওয়ার পর এই পরীক্ষাগুলি নেওয়া হবে । 18 মার্চ থেকে যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি পূর্বঘোষিত পরীক্ষাসূচি অনুযায়ীই হবে ।

আরও পড়ুন : বিজ্ঞানে স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক শুভাশিস দত্ত বলেন, "তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার পর সার্ভারের ইশু দেখা যায়, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে । আমরা সার্ভারের লোকজনকে খবর দিই । তাঁরা প্রথমে জানান, ঠিক হয়ে যাবে । কিন্তু, দেখি তাঁরা একবার সমাধান করছেন, আবার কিছুক্ষণ পর সেই একই সমস্যা দেখা দিচ্ছে । তখন আমরা আর রিস্ক নিইনি । যেহেতু, ছাত্রদের বিষয় । ওরা চিন্তায় থাকবে । তাই আমরা পোস্টপনড করার সিদ্ধান্ত নিই । সাবধানতার জন্য পঞ্চম এবং প্রথম সেমেস্টারের আজকের পরীক্ষাগুলিও পোস্টপনড করে দিই । তবে, আমাদের অনলাইন পরীক্ষায় প্রশ্নগুলো একটার পর একটা আসে । তাই ওরা যতটা দিয়েছে ততটা সেভ করা থাকবে সার্ভারে । পরে যখন এই পরীক্ষা রিশিডিউল করা হবে তখন ওরা আবার ওখান থেকেই শুরু করতে পারবে ।" জানা গিয়েছে, তৃতীয় সেমেস্টারে প্রায় 35 হাজার পরীক্ষার্থী রয়েছেন ।

কলকাতা, 18 মার্চ : সার্ভার গোলযোগে মাঝপথেই থমকাল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতকের তৃতীয় সেমেস্টারের অনলাইন পরীক্ষা । গতকাল সাড়ে 11টা থেকে শুরু হয়েছিল তৃতীয় সেমেস্টারের পরীক্ষা । কিন্তু, পরীক্ষা শুরুর 15 মিনিট পরেই দেখা দেয় সার্ভার গোলযোগ । বিষয়টি সামনে আসতেই তার সমাধানে উদ্যোগী হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু, দ্রুত সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তৃতীয় সেমেস্টারের সঙ্গে পঞ্চম ও প্রথম সেমেস্টারের সকল পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

12 মার্চ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের বিজোড় সেমেস্টারগুলির পরীক্ষা হয়েছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে । বিগত কয়েকদিন স্নাতকোত্তরের পরীক্ষা হয়ে বুধবার থেকে শুরু হয়েছিল স্নাতকের পরীক্ষা । পরীক্ষা সূচি অনুযায়ী, প্রথম অর্ধে তথা সকাল 9টা থেকে সাড়ে 10টা পর্যন্ত সপ্তম সেমেস্টারের পরীক্ষা ছিল । প্রায় 25 হাজার পরীক্ষার্থী নির্বিঘ্নে সেই পরীক্ষা দেন অনলাইনে ‌। কিন্তু, দ্বিতীয় অর্ধে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হতেই বাধে বিপত্তি । সার্ভার গোলযোগ দেখা দিতেই রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানিকে খবর দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পাশাপাশি, MAKAUT-এর অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জানানো হয়, সার্ভারের সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে । পরীক্ষা যেখানে স্তব্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে । উপযুক্ত অতিরিক্ত সময় দেওয়া হবে ।

কিন্তু, শেষ পর্যন্ত সার্ভার সমস্যার সমাধান করতে বিকেল হয়ে যায় । তাই পড়ুয়াদের স্বার্থ রক্ষা করতে এদিনের সব পড়ুয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আবারও অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, অপ্রত্যাশিতভাবে ক্লাউড সার্ভারে টেকনিক্যাল সমস্যা, সার্ভার এরর দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ 17 মার্চ সকাল সাড়ে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তৃতীয় সেমেস্টারের পরীক্ষা, দুপুর 2টো থেকে সাড়ে 3টে পর্যন্ত পঞ্চম সেমেস্টার পরীক্ষা এবং বিকেল সাড়ে 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রথম সেমেস্টারের যে পরীক্ষাগুলি ছিল সেগুলি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে । পরীক্ষাসূচি অনুযায়ী সকল পরীক্ষা হয়ে যাওয়ার পর এই পরীক্ষাগুলি নেওয়া হবে । 18 মার্চ থেকে যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি পূর্বঘোষিত পরীক্ষাসূচি অনুযায়ীই হবে ।

আরও পড়ুন : বিজ্ঞানে স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক শুভাশিস দত্ত বলেন, "তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার পর সার্ভারের ইশু দেখা যায়, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে । আমরা সার্ভারের লোকজনকে খবর দিই । তাঁরা প্রথমে জানান, ঠিক হয়ে যাবে । কিন্তু, দেখি তাঁরা একবার সমাধান করছেন, আবার কিছুক্ষণ পর সেই একই সমস্যা দেখা দিচ্ছে । তখন আমরা আর রিস্ক নিইনি । যেহেতু, ছাত্রদের বিষয় । ওরা চিন্তায় থাকবে । তাই আমরা পোস্টপনড করার সিদ্ধান্ত নিই । সাবধানতার জন্য পঞ্চম এবং প্রথম সেমেস্টারের আজকের পরীক্ষাগুলিও পোস্টপনড করে দিই । তবে, আমাদের অনলাইন পরীক্ষায় প্রশ্নগুলো একটার পর একটা আসে । তাই ওরা যতটা দিয়েছে ততটা সেভ করা থাকবে সার্ভারে । পরে যখন এই পরীক্ষা রিশিডিউল করা হবে তখন ওরা আবার ওখান থেকেই শুরু করতে পারবে ।" জানা গিয়েছে, তৃতীয় সেমেস্টারে প্রায় 35 হাজার পরীক্ষার্থী রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.