ETV Bharat / state

IPL বেটিংচক্রের পরদা ফাঁস, গ্রেপ্তার বারাণসীর 3 যুবক - ipl betting,

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে উদ্ধার হয়েছে বেটিংচক্রের বেশ কিছু ডকুমেন্ট । সাথে বুকিদের নম্বর, তাদের নিজেদের লাগানো টাকার হিসেব । 6 টি মোবাইল ফোন এবং লেনদেনের টাকাও উদ্ধার করেছে পুলিশ ।

IPL বেটিংচক্রের পরদা ফাঁস
author img

By

Published : May 10, 2019, 3:44 AM IST

কলকাতা, 10 মে : কলকাতার গেস্টহাউসে রীতিমতো গুছিয়ে বসেছিল চক্রটি । বুকিদের সঙ্গে যোগাযোগে চলছিল IPL বেটিং চক্রের রমরমা কারবার । তাদের সন্দেহজনক গতিবিধি দেখে ল্যান্সডাউন মার্কেটের কাছে ওই গেস্ট হাউজ়ের ম্যানেজার রাজা চৌধুরি পুলিশে খবর দেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বেটিং চক্রের তিন চক্রীকে গ্রেপ্তার করে । নাম কৃষ্ণ কুমার জ্যোতি (27), শুভন কুমার (23) ও সুন্নি কুমার সাউ (23) । জানা গেছে , তারা বারাণসীর বাসিন্দা । পুলিশ জানিয়েছে, তাদের কাছে বুকিদের নম্বর থেকে শুরু করে বেটিং চালানোর জন্য ব্যবহৃত কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে ।


বেশ কিছুদিন ধরে ওই যুবকরা ল্যান্সডাউন মার্কেটের কাছের একটি গেষ্ট হাউজ়ে ছিল । তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় ওই গেস্ট হাউজ় ম্যানেজারের । তিনি পুলিশকে জানান সবটা । গোপনে খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ গতকাল ওই গেস্ট হাউজ়ে হানা দেয় । সেখানে ক্রিকেট বেটিং চক্রের সব চিহ্নই পায় পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে উদ্ধার হয়েছে বেটিংচক্রের বেশ কিছু ডকুমেন্ট । সাথে বুকিদের নম্বর, তাদের নিজেদের লাগানো টাকার হিসেব, 6 টি মোবাইল ফোন এবং লেনদেনের টাকাও উদ্ধার করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ওই মোবাইল ফোনগুলোতে পাওয়া গেছে এমন কিছু নম্বর, যারা ওই চক্রীদের মাধ্যমে IPL বেটিংয়ে টাকা লাগিয়েছে । ধৃতদের গতকাল আলিপুর আদালতে তোলা হয় । আদালত তাদের 13 মে পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে । পুলিশ মনে করছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড়সড় IPL চক্রের পরদা ফাঁস হতে পারে ।

কলকাতা, 10 মে : কলকাতার গেস্টহাউসে রীতিমতো গুছিয়ে বসেছিল চক্রটি । বুকিদের সঙ্গে যোগাযোগে চলছিল IPL বেটিং চক্রের রমরমা কারবার । তাদের সন্দেহজনক গতিবিধি দেখে ল্যান্সডাউন মার্কেটের কাছে ওই গেস্ট হাউজ়ের ম্যানেজার রাজা চৌধুরি পুলিশে খবর দেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বেটিং চক্রের তিন চক্রীকে গ্রেপ্তার করে । নাম কৃষ্ণ কুমার জ্যোতি (27), শুভন কুমার (23) ও সুন্নি কুমার সাউ (23) । জানা গেছে , তারা বারাণসীর বাসিন্দা । পুলিশ জানিয়েছে, তাদের কাছে বুকিদের নম্বর থেকে শুরু করে বেটিং চালানোর জন্য ব্যবহৃত কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে ।


বেশ কিছুদিন ধরে ওই যুবকরা ল্যান্সডাউন মার্কেটের কাছের একটি গেষ্ট হাউজ়ে ছিল । তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় ওই গেস্ট হাউজ় ম্যানেজারের । তিনি পুলিশকে জানান সবটা । গোপনে খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ গতকাল ওই গেস্ট হাউজ়ে হানা দেয় । সেখানে ক্রিকেট বেটিং চক্রের সব চিহ্নই পায় পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে উদ্ধার হয়েছে বেটিংচক্রের বেশ কিছু ডকুমেন্ট । সাথে বুকিদের নম্বর, তাদের নিজেদের লাগানো টাকার হিসেব, 6 টি মোবাইল ফোন এবং লেনদেনের টাকাও উদ্ধার করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ওই মোবাইল ফোনগুলোতে পাওয়া গেছে এমন কিছু নম্বর, যারা ওই চক্রীদের মাধ্যমে IPL বেটিংয়ে টাকা লাগিয়েছে । ধৃতদের গতকাল আলিপুর আদালতে তোলা হয় । আদালত তাদের 13 মে পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে । পুলিশ মনে করছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড়সড় IPL চক্রের পরদা ফাঁস হতে পারে ।

Intro:কলকাতা, ৯ মে: কলকাতার গেস্টহাউসে রীতিমতো গুছিয়ে বসে ছিল চক্রটি। বুকিদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগে IPL বেটিং চক্রের রমরমা কারবার। তাদের সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশকে জানান ল্যান্সডাউন মার্কেটের কাছে ওই গেস্ট হাউজের ম্যানেজার রাজা চৌধুরী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে বেটিং চক্রের তিন চক্রীকে। তাদের কাছে বুকিদের নম্বর থেকে শুরু করে বেটিং চালানোর জন্য ব্যবহার করা বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Body:২৭ বছরের কৃষ্ণ কুমার জ্যোতি, ২৩ বছরের শুভন কুমার, একই বয়সের সুন্নি কুমার সাউ বারাণসীর বাসিন্দা। বেশ কিছুদিন ধরে তারা ল্যান্সডাউন মার্কেটের কাছের একটি গেষ্ট হাউসে উঠেছেন। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় ওই গেস্ট হাউজের ম্যানেজারের। তিনি পুলিশকে জানান সবটা। সেই খবরের ভিত্তিতে আজ ওই গেস্ট হাউসে হানা দেয় ভবানীপুর থানার পুলিশ। সেখানে ক্রিকেট বেটিং চক্রের সব চিহ্নই পায় পুলিশ।Conclusion:পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে উদ্ধার হয়েছে বেটিং চক্রের বেশ কিছু ডকুমেন্ট। যেখানে বুকিদের নম্বর, তাদের নিজেদের লাগানো টাকার হিসেব, ছটি মোবাইল ফোন, লেনদেনের টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই মোবাইল ফোনগুলোতে পাওয়া গেছে এমন কিছু নম্বর, যারা তাদের মাধ্যমে আইপিএল বেটিংয়ে টাকা লাগিয়েছে। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হলে ১৩ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মনে করছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড়োসড়ো আইপিএল চোখের পর্দা ফাঁস হতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.