কলকাতা, 17 মার্চ: সম্প্রতি সাগরদিঘির উপ-নির্বাচনে (Sagardighi By-Election) হার হয়েছে তৃণমূলের। ওই ভোটে জয়লাভ করেছেন জোট প্রার্থী। যদি তাতে কিছুই যায় আসে না-বলেই মত তৃণমূলের। কিন্তু এসবের মাঝে নবান্ন সূত্রে খবর, আচকাই বদলি করা হল উপ-নির্বাচনের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার-সহ আরও তিন আমলাকে। আর তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
নবান্ন সূত্রে আরও খবর, মোট 80 জন ডব্লিউবিসিএস আধিকারিককে শুক্রবার বদলির নোটিশ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন সাগরদিঘির উপ-নির্বাচনের রিটার্নিং অফিসের দ্বায়িত্বপ্রাপ্ত দিব্যেন্দু মজুমদার। এতদিন মুর্শিদাবাদের ডেপুটি ডিএল অ্যান্ড এলআরও পদের দ্বায়িত্ব সামলিয়ে এসেছেন। তবে এবার থেকে সামলাতে হবে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব। তবে শুধু তিনি নন, বদলি করা হয়েছে সাগরদিঘির বিডিও সুরজিত্ চট্টোপাধ্যায়, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও সৌরভ বোস এবং মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুণ্ডাকে।
সুরজিৎ চট্টোপাধ্যায়ের বদলি করে নদিয়ার কল্যাণীর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রশিক্ষণ কেন্দ্রের ওএসডির দায়িত্ব দেওয়া হয়েছে। সৌরভ বোসকে দার্জিলিংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেটের দায়িত্ব দেওয়া হয়েছে। আর কৃষ্ণাচন্দ্র মুণ্ডাকে বদলি করে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে।
অন্যদিকে, সুরজিৎ চট্টোপাধ্যায়ের জায়গাতে এসেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেট সঞ্জয় সিকদার। সৌরভ বসুর জায়গায় আনা হয়েছে কার্শিয়াংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেট দেবোত্তম সরকারকে। এমনকী কৃষ্ণচন্দ্র মুণ্ডার জায়গায় আনা হয়েছে চন্দননগর সাব-ডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেট সুজিত চন্দ্র লোধকে। এই বদলি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, উপনির্বাচনে হেরে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।
আরও পড়ুন: মমতা-অখিলেশ বৈঠক থেকেই কি অকংগ্রেসী ও অবিজেপি জোটের সলতে পাকানো শুরু !
প্রসঙ্গত, কালীঘাটে মুখ্যমন্ত্রী দলের নেতা-মন্ত্রীরের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। যা পঞ্চায়েত নির্বাচনের আগে এক বড়সড় প্রভাব ফেলতে পারে বলে অনুমান। তবে আজকেই বৈঠকে সাগরদিঘির দায়িত্বে থাকা তৃণমূলের নেতাকে বেশ ধমকও দিয়েছেন দলের সুপ্রিমো বলে সূত্রের খবর। শোনা গিয়েছিল ভোট চলাকালীন পোলিং এজেন্টরা বুথ ছেড়ে বেড়িয়ে গিয়েছিল। সূত্রের খবর, সেটা কেন সেই বিষয়েও প্রশ্ন করেছেন দলের প্রধান। তবে এই নিয়ে চিন্তা করতেও বারণ করেছেন তিনি।