কলকাতা, 4 সেপ্টেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার অনলাইনে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয় । অক্টোবরে পরীক্ষা নিয়ে সেই মাসেই ফলপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বলেন, "1 থেকে 8 অক্টোবরের মধ্যে ভার্চুয়ালি চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হবে ।" তিনি জানান, বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে প্রশ্নপত্র ই-মেল করবে । পরীক্ষার সময় পরীক্ষার্থীদের তা ই-মেল করবে কলেজগুলি । পরীক্ষার্থীরা অনলাইনে উত্তর লিখতে পারেন বা কাগজে লেখার জন্য প্রশ্নটি ডাউনলোড করতে পারেন এবং ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহ কেন্দ্রে তাঁদের উত্তরপত্র জমা দিতে হবে । ফলাফল 31 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি ।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, "আমরা শীঘ্রই চূড়ান্ত সেমেস্টারের ফলাফল প্রকাশ করব ।" তিনি বলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নিজস্ব পোর্টালে পরীক্ষার সময় শুধুমাত্র পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য প্রশ্নপত্রগুলি আপলোড করবে । সেখান থেকেই প্রশ্নপত্র ডাউনলোড করা যাবে এবং উত্তর লিখতে হবে । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও জানিয়েছেন, অক্টোবরে ভার্চুয়াল মোডে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হবে এবং অক্টোবরের শেষের দিকে ফলাফল প্রকাশ করা হবে ।
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছিলেন, 1 থেকে 18 অক্টোবরের মধ্যে অনলাইনে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে এবং ফলাফল 31 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে । এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অনলাইনে পরীক্ষার বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের মধ্যে কোনও ডিজিটাল বিভাজন চায় না । যেসব পরীক্ষার্থীর স্মার্টফোন নেই বা দুর্বল নেট সংযোগ তাঁদের বঞ্চিত করতে চায় না ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের AFSU-র (আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন) চেয়ারপার্সন বলেন, "অক্টোবরের মধ্যে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । শিক্ষার্থীদের কেরিয়ার নিয়ে কেউ খেলা করতে পারে না ।" ABVP-র সর্বভারতীয় সম্পাদক সপ্তর্ষি সরকার বলেন, "আমরা সবসময় শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশের কথাই বলেছি । সুপ্রিম কোর্টের রায়ের পর যে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে অক্টোবরের মধ্যে পরীক্ষা পরিচালনা করতে বলেছে তাতে আমরা খুশি ।"