কলকাতা, 9 অগাস্ট : বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত ৷ আর সেই কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷ এবার ডিঙি করে জলপথে ভারতে ঢোকার অভিযোগ উঠল 3 বাংলাদেশির বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার ঝিঙ্গা আউটপোস্টের ঘটনা ৷
অনুপ্রবেশের খবর ছিলই ৷ সেই মোতাবেক কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল ৷ গতকাল গভীর রাতে জলপথে একটি ডিঙি নৌকা নিয়ে তিন জন ভারতের দিকে আসছিল ৷ নৌকাটি তীরে আসতেই জওয়ানরা তাদের থামতে বলে ৷ কিন্তু পালানোর চেষ্টা করে তারা ৷ প্রায় 200 মিটার তাড়া করে ওই তিনজনকে পাকড়াও করা হয় ৷
সীমান্তরক্ষী বাহিনীর 27 নম্বর ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে যায় তিনজন । তারা হল হোসেন শিকদার(20), সেলিম শেখ(48) ও শাকিল মোল্লা(19) ৷ জিজ্ঞাসাবাদে জানা গেছে, হোসেন ও শাকিল বাংলাদেশের নড়াইল জেলার খরিলার বাসিন্দা ৷ সেলিম কালিয়া থানা এলাকার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ৷ জওয়ানরা জানতে পেরেছেন, সাতক্ষীরার বাসিন্দা সোহাগকে টাকা দিয়ে এদেশে আসার ব্যবস্থা করেছিল ৷ 46 বছরের ওই ব্যক্তি মানব পাচারের সঙ্গে জড়িত ৷ উত্তর 24 পরগনার হেমনগর থানা এলাকার আজগর হোসেনের সঙ্গে কথা বলিয়ে দেয় সোহাগ ৷
আরও জানা গেছে, ওই তিন বাংলাদেশিকে ভারতে থাকার ও কাজের ব্যবস্থা করে দেবে বলে কথা দিয়েছিল আজগর ৷ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা হেমনগর থানার পুলিশের হাতে তাদের তুলে দেয় ৷ সেখানেই মামলা দায়ের হয়েছে ৷ পুলিশ ডিঙি নৌকাটি বাজেয়াপ্ত করেছে ৷