ETV Bharat / state

Pink Booths in Panchayat Polls: পঞ্চায়েতে প্রথমবার পিংক বুথ রাখছে কমিশন, আট জেলার ভোট কেন্দ্রের দায়িত্বে মহিলারা - পঞ্চায়েত নির্বাচন

পিংক বুথ ৷ যে ভোট কেন্দ্রগুলি মহিলাদের দ্বারা পরিচালিত হয়, সেগুলিকেই এই নাম দেওয়া হয়েছে ৷ পঞ্চায়েত ভোটে প্রথমবার এই ধরনের বুথ থাকছে পশ্চিমবঙ্গে ৷

Pink Booths in Panchayat Polls
Pink Booths in Panchayat Polls
author img

By

Published : Jun 30, 2023, 6:25 PM IST

Updated : Jul 1, 2023, 6:13 AM IST

কলকাতা, 30 জুন: এই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত বুথ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । এই বুথ গুলিকে 'পিংক বুথ' নাম দেওয়া হয়েছে । কমিশন থেকে জানা গিয়েছে, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা, বীরভূম, আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমান, মোট আটটি জেলায় থাকছে মহিলা পরিচালিত বুথ । সবমিলিয়ে পিংক বুথের সংখ্যা থাকছে 1566 । সবচেয়ে বেশি পিংক বুথ থাকছে মুর্শিদাবাদে (540)।

বারবারই ভোট কর্মীরা তাঁদের নিরাপত্তা নিয়ে দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন । এমনটাই এই অভিযোগ জানিয়ে কোর্টের দ্বারস্থও হয়েছেন । এমনকি ভোট কর্মীদের যে দুই দফায় প্রশিক্ষণ হচ্ছে, সেখান অনেকেই অংশগ্রহণ করেননি এই বিষয় প্রতিবাদ জানিয়ে । এমনকি এবার আদালতের নির্দেশ অনুসারে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের ব্যবহার করা যাবে না । তাই স্বাভাবিকভাবেই ভোট কর্মীতে যে টান পড়বে, তা বলাই বাহুল্য । তাই এবার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে ভোটের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।

এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের খবর সামনে এসেছে । এমনকি বিরোধীদের দাবি যে একাধিক জায়গায় মহিলা প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো ও হুমকি দেওয়া হচ্ছে । তাই স্বাভাবিকভাবে এইসব ঘটনা মহিলা ভোটারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করবে । তাই পিংক বুথ তৈরি করলে তাঁদের বুথমুখী করা যাবে বলে মনে করছে কমিশন ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যত সংখ্যক বুথ রয়েছে, তাতে প্রায় 4 লক্ষ ভোট কর্মীর প্রয়োজন । গণনার দিন চাই আরও কর্মী । তাই প্রায় সাড়ে দশ হাজার মহিলাদের ভোট কর্মী হিসেবে নেওয়া হচ্ছে । তবে পিংক বুথের পরিচালনার দায়িত্বে মহিলারা থাকলেও ভোট সবাই দিতে পারবেন ৷

তবে স্পর্শকাতর এলাকাগুলিতে মহিলা পরিচালিত বুথ থাকছে না । কারণ, ভোটের দিন কোনও সমস্যার সৃষ্টি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেও পারে । তবে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট করার সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই বারবার জানানো হয়েছে ।

আরও পড়ুন: 315 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র, মোতায়েনের ক্ষেত্রে বেঁধে দেওয়া হল সংখ্য়া

কলকাতা, 30 জুন: এই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত বুথ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । এই বুথ গুলিকে 'পিংক বুথ' নাম দেওয়া হয়েছে । কমিশন থেকে জানা গিয়েছে, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা, বীরভূম, আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমান, মোট আটটি জেলায় থাকছে মহিলা পরিচালিত বুথ । সবমিলিয়ে পিংক বুথের সংখ্যা থাকছে 1566 । সবচেয়ে বেশি পিংক বুথ থাকছে মুর্শিদাবাদে (540)।

বারবারই ভোট কর্মীরা তাঁদের নিরাপত্তা নিয়ে দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন । এমনটাই এই অভিযোগ জানিয়ে কোর্টের দ্বারস্থও হয়েছেন । এমনকি ভোট কর্মীদের যে দুই দফায় প্রশিক্ষণ হচ্ছে, সেখান অনেকেই অংশগ্রহণ করেননি এই বিষয় প্রতিবাদ জানিয়ে । এমনকি এবার আদালতের নির্দেশ অনুসারে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের ব্যবহার করা যাবে না । তাই স্বাভাবিকভাবেই ভোট কর্মীতে যে টান পড়বে, তা বলাই বাহুল্য । তাই এবার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে ভোটের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।

এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের খবর সামনে এসেছে । এমনকি বিরোধীদের দাবি যে একাধিক জায়গায় মহিলা প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো ও হুমকি দেওয়া হচ্ছে । তাই স্বাভাবিকভাবে এইসব ঘটনা মহিলা ভোটারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করবে । তাই পিংক বুথ তৈরি করলে তাঁদের বুথমুখী করা যাবে বলে মনে করছে কমিশন ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যত সংখ্যক বুথ রয়েছে, তাতে প্রায় 4 লক্ষ ভোট কর্মীর প্রয়োজন । গণনার দিন চাই আরও কর্মী । তাই প্রায় সাড়ে দশ হাজার মহিলাদের ভোট কর্মী হিসেবে নেওয়া হচ্ছে । তবে পিংক বুথের পরিচালনার দায়িত্বে মহিলারা থাকলেও ভোট সবাই দিতে পারবেন ৷

তবে স্পর্শকাতর এলাকাগুলিতে মহিলা পরিচালিত বুথ থাকছে না । কারণ, ভোটের দিন কোনও সমস্যার সৃষ্টি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেও পারে । তবে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট করার সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই বারবার জানানো হয়েছে ।

আরও পড়ুন: 315 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র, মোতায়েনের ক্ষেত্রে বেঁধে দেওয়া হল সংখ্য়া

Last Updated : Jul 1, 2023, 6:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.