কলকাতা, 7 নভেম্বর: বাংলা সঙ্গীত জগতে (New Album Released) জোয়ার আনার লক্ষ্যে এবার মুক্তি পেল হাওয়া বদলের গান (Hawa Bodoler Gan)। এই হাওয়া বদলের গানে শোনা যাবে 26 জন উদীয়মান গায়ক, সুরকার, গীতিকারের সৃষ্টি ৷
প্রায় 41টি গানের সম্ভার নিয়ে তৈরি হয়েছে এই অ্যালবাম ৷ এর মধ্যে 33টি গান 26 জন উদীয়মান শিল্পীর নিজস্ব এবং 7 টি গান প্রচলিত জনপ্রিয় গানই পেশ করা হয়েছে ভিন্ন স্বাদে । হাওয়া বদলের গানের সৌজন্যে রয়েছে উইন্ড অফ চেঞ্জ রেস্ত ক্যাফে । নতুন অ্যালবামটি প্রকাশ্যে আসার আগে নেওয়া হয় একটি অভিনব উদ্যোগ ৷ বেশ কিছু মানুষকে চোখ বন্ধ করে শোনানো হয়েছিল এই 41টি গান (new singers album)।
মুক্তি পেয়েছে হাওয়া বদলের গান অ্যালবাম ৷ এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরা ৷ তাঁদের সামনেই 26 জন উদীয়মান শিল্পীর অ্যালবাম উন্মোচন হল ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সিধু, রুপম ইসলাম, অনুপম রায়-সহ আরও অনেকে ৷
আরও পড়ুন: সুরকার মিঠুনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পলক
সিধু জানান, "এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় সকলের বেশ কিছু ফলোয়ার রয়েছে ৷ সবাইকে একত্রিত করে একটি ছাদের তলায় যদি আনা যায়, তাহলে বাংলার সঙ্গীত জগতের বেশ লাভ হবে ।" অন্যদিকে রুপম ইসলামের কথায়,"মিউজিক অ্যালবাম তো অনেক হয়, তবে এর মধ্যে একটা অভিনবত্ব রয়েছে । বেশ ভালো লাগল । আমার মনে হয় এ রকম আরও হওয়া উচিত ৷ তাহলে আমরা সামাজিক মাধ্যমকে সাংস্কৃতিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারব ।"
এই অ্যালবামের সঙ্গে যুক্ত অভিষেক চক্রবর্তী জানান, "আমরা লঞ্চের আগেই সাধারণ মানুষের থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছি । জানি না মানুষের এটা কতটা ভালো লাগবে ৷ কিন্তু প্রকাশ্যে আসার আগেই এই ভালোবাসা জানি না এর আগে কেউ পেয়েছেন কি না ।"