ETV Bharat / state

WB Flood: রাজ্যে বন্যায় মৃত 23, জলের তলায় 4 লক্ষ হেক্টর কৃষিজমি

রাজ্যে বন্যায় (WB Flood) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জনের ৷ জলের তলায় রয়েছে 4 লক্ষ হেক্টর কৃষিজমি ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে নবান্ন (Nabanna) ৷

23 died in west bengal flood, says nabanna
রাজ্যে বন্যায় মৃত 23, জলের তলায় 4 লক্ষ হেক্টর কৃষিজমি : নবান্ন
author img

By

Published : Aug 5, 2021, 7:31 PM IST

কলকাতা, 5 অগস্ট: বন্যায় (WB Flood) রাজ্যের 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায় ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জনের ৷ নবান্ন (Nabanna) সূত্রে এ খবর জানানো হয়েছে ৷ 43 হাজারেরও বেশি মানুষ বর্তমানে ত্রাণশিবিরে রয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার ৷

গত কয়েক দিন লাগাতার বৃষ্টিতে বাংলার একাধিক জেলা প্লাবিত । মরার উপর খাঁড়ার ঘা বসিয়েছে ডিভিসির (DVC) ছাড়া জল । ফলে এই মুহূর্তে বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং বীরভূমের একটা বড় অংশের মানুষের । বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বানভাসি । রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বন্যার কারণে এখনও পর্যন্ত 1,13,181 জন মানুষকে দুর্গত এলাকা থেকে সরানো হয়েছে । রাজ্যের 361টি ত্রাণশিবিরে রয়েছেন 43 হাজার 192 জন ।

এখনও পর্যন্ত বিপর্যয়ের ফলে মারা গিয়েছেন 23 জন । এরমধ্যে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 6 জনের । জলে ডুবে মৃত্যু হয়েছে 7 জনের । বাজ পড়ে মৃত্যু হয়েছে 6 জনের এবং তড়িদাহত হয়ে মারা গিয়েছেন 2 জন । কালিম্পং এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 জনের ।

আরও পড়ুন : Modi-Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা সংক্রান্ত যে রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছেন, তাতে জানানো হয়েছে আনুমানিক 4 লক্ষ হেক্টর কৃষিজমি এই মুহূর্তে জলের তলায় রয়েছে ৷ জল না-নামলে এই জমির কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়া সম্ভব নয় বলে কেন্দ্রকে জানিয়েছে নবান্ন ৷

আরও পড়ুন: ডিভিসির ছাড়া জল ঢুকে উদয়নারায়ণপুরে ডুবল ফসল, আতঙ্কে গ্রামবাসীরা

এ দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতির কথা শুনে ক্ষতিপূরণ (Ex-Gratia) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল পিএমএনআরএফ (Pradhan Mantri National Relief Fund, PMNRF) থেকে বন্যায় মৃত ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে পিএমও ইন্ডিয়া (PMO India) ৷

আরও পড়ুন: রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই মুখ্য়মন্ত্রীকে ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে খবর নেন ৷ তিনি মুখ্যমন্ত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ ফোনে মুখ্যমন্ত্রী ডিভিসি-র জল ছাড়া নিয়ে অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ৷ আর তাই এই বন্যা ‘ম্যান মেড’ বলেও উল্লেখ করেন ৷ এরপর প্রধানমন্ত্রী ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন ৷ মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের কথা জানালেও রাজ্যকে আর্থিক সাহায্য়ের কোনও ঘোষণা এখনও করেননি প্রধানমন্ত্রী ৷

কলকাতা, 5 অগস্ট: বন্যায় (WB Flood) রাজ্যের 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায় ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জনের ৷ নবান্ন (Nabanna) সূত্রে এ খবর জানানো হয়েছে ৷ 43 হাজারেরও বেশি মানুষ বর্তমানে ত্রাণশিবিরে রয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার ৷

গত কয়েক দিন লাগাতার বৃষ্টিতে বাংলার একাধিক জেলা প্লাবিত । মরার উপর খাঁড়ার ঘা বসিয়েছে ডিভিসির (DVC) ছাড়া জল । ফলে এই মুহূর্তে বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং বীরভূমের একটা বড় অংশের মানুষের । বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বানভাসি । রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বন্যার কারণে এখনও পর্যন্ত 1,13,181 জন মানুষকে দুর্গত এলাকা থেকে সরানো হয়েছে । রাজ্যের 361টি ত্রাণশিবিরে রয়েছেন 43 হাজার 192 জন ।

এখনও পর্যন্ত বিপর্যয়ের ফলে মারা গিয়েছেন 23 জন । এরমধ্যে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 6 জনের । জলে ডুবে মৃত্যু হয়েছে 7 জনের । বাজ পড়ে মৃত্যু হয়েছে 6 জনের এবং তড়িদাহত হয়ে মারা গিয়েছেন 2 জন । কালিম্পং এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 জনের ।

আরও পড়ুন : Modi-Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা সংক্রান্ত যে রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছেন, তাতে জানানো হয়েছে আনুমানিক 4 লক্ষ হেক্টর কৃষিজমি এই মুহূর্তে জলের তলায় রয়েছে ৷ জল না-নামলে এই জমির কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়া সম্ভব নয় বলে কেন্দ্রকে জানিয়েছে নবান্ন ৷

আরও পড়ুন: ডিভিসির ছাড়া জল ঢুকে উদয়নারায়ণপুরে ডুবল ফসল, আতঙ্কে গ্রামবাসীরা

এ দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতির কথা শুনে ক্ষতিপূরণ (Ex-Gratia) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল পিএমএনআরএফ (Pradhan Mantri National Relief Fund, PMNRF) থেকে বন্যায় মৃত ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে পিএমও ইন্ডিয়া (PMO India) ৷

আরও পড়ুন: রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই মুখ্য়মন্ত্রীকে ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে খবর নেন ৷ তিনি মুখ্যমন্ত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ ফোনে মুখ্যমন্ত্রী ডিভিসি-র জল ছাড়া নিয়ে অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ৷ আর তাই এই বন্যা ‘ম্যান মেড’ বলেও উল্লেখ করেন ৷ এরপর প্রধানমন্ত্রী ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন ৷ মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের কথা জানালেও রাজ্যকে আর্থিক সাহায্য়ের কোনও ঘোষণা এখনও করেননি প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.