ETV Bharat / state

দৈনিক আক্রান্তের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, সংক্রমিত 225

রাজ্যে ফের দুশোর গণ্ডি পেরোলো করোনা সংক্রমণ। আর গত 24 ঘণ্টায় 2 জনের মৃত্যু হয়েছে ।

দৈনিক আক্রান্তের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, একদিনে 225 জন
দৈনিক আক্রান্তের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, একদিনে 225 জন
author img

By

Published : Mar 3, 2021, 10:42 PM IST

কলকাতা, 3 মার্চ : দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী । গত 24 ঘণ্টায় রাজ্যে 225 জন আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 171 ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 75 হাজার 712 ।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের । গতকালও মৃতের সংখ্যা ছিল 2 । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 272 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 231 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 62 হাজার 195 জন ।

আরও পড়ুন : করোনার বিরুদ্ধে 81 শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন

রাজ্যের স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে 20 হাজার 330 টি নমুনার পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত 86 লাখ 18 হাজার 587 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা । একদিনে আক্রান্ত 73 জন । মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 29 হাজার 624 । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা, শেষ 24 ঘণ্টায় নতুন করে 57 জন আক্রান্ত হয়েছে । এই জেলায় মোট আক্রান্ত 1 লাখ 23 হাজার 311 জন ।

কলকাতা, 3 মার্চ : দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী । গত 24 ঘণ্টায় রাজ্যে 225 জন আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 171 ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 75 হাজার 712 ।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের । গতকালও মৃতের সংখ্যা ছিল 2 । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 272 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 231 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 62 হাজার 195 জন ।

আরও পড়ুন : করোনার বিরুদ্ধে 81 শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন

রাজ্যের স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে 20 হাজার 330 টি নমুনার পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত 86 লাখ 18 হাজার 587 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা । একদিনে আক্রান্ত 73 জন । মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 29 হাজার 624 । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা, শেষ 24 ঘণ্টায় নতুন করে 57 জন আক্রান্ত হয়েছে । এই জেলায় মোট আক্রান্ত 1 লাখ 23 হাজার 311 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.