ETV Bharat / state

TET Candidates Protest: রাত গড়িয়ে সকাল, এপিসি ভবনের সামনে ধরনায় টেট উত্তীর্ণরা - SSC Teacher Recruitment Scam

সোমবার দুপুর থেকে এপিসি ভবনে অভিযান করে সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়েছিলেন প্রার্থীরা ৷ সারারাত সেখানেই খোলা আকাশের নীচে কাটান বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা (Protest of TET Candidates) ৷

TET Candidates Agitation
ETV Bharat
author img

By

Published : Oct 18, 2022, 12:02 PM IST

Updated : Oct 18, 2022, 1:32 PM IST

কলকাতা, 18 অক্টোবর: টেট চাকরি প্রার্থীদের জমায়েত এখনও চলছে ৷ 2014 সালে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (2014 Primary TET job seekers), কিন্তু প্রায় 8 বছর কেটে গেলেও চাকরি পাননি ৷ সোমবার দুপুর থেকে এপিসি ভবনে অভিযান করে সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়েছিলেন প্রার্থীরা ৷ সারারাত সেখানেই খোলা আকাশের নীচে কাটান বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ৷ মঙ্গলবার সকালে এখনও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ অনেকের অসুস্থতার খবরও পাওয়া গিয়েছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি, 2014 সাল থেকে তাঁরা চাকরি পাননি ৷ এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 20 হাজার নিয়োগ হবে ৷ এখনও 7 হাজারও নিয়োগ হয়নি (TET qualified candidates protest in West Bengal) ৷

গত 27 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teacher Recruitment Scam) মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এরপর 10 অক্টোবর রাতভর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে ইডির আধিকারিকেরা ৷ 11 অক্টোবর গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ জানা গিয়েছে, লক্ষাধিকর পরীক্ষার্থীর উত্তরপত্র নষ্ট করার অভিযোগ রয়েছে পর্ষদের বিরুদ্ধে ৷ এই দুর্নীতি কাণ্ডের কিং পিন মানিক ভট্টাচার্য ৷ এদিকে তিনি কাদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছিলেন, তার তালিকা তৈরি করছে সিবিআই ৷

সল্টলেকে এপিসি ভবনের সামনে ধরনায় 2014 সালের টেট উত্তীর্ণরা

আরও পড়ুন: 'পুলিশকে বলুন আমাদের বুকে গুলি করতে', প্রিজন ভ্যানের জানলা দিয়ে 'আবেদন' টেট প্রার্থীদের

এর আগে 30 জুলাই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ক্যামাক স্ট্রিটে ধরনায় বসেছিলেন 60 জন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী ৷ রাতভর বিক্ষোভ দেখানোর পর সকালে পুলিশ এসে তাঁদের প্রিজন ভ্যানে করে লালবাজারে তুলে নিয়ে যায় ৷ সেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর কোনও প্রতিনিধি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেননি ৷

কলকাতা, 18 অক্টোবর: টেট চাকরি প্রার্থীদের জমায়েত এখনও চলছে ৷ 2014 সালে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (2014 Primary TET job seekers), কিন্তু প্রায় 8 বছর কেটে গেলেও চাকরি পাননি ৷ সোমবার দুপুর থেকে এপিসি ভবনে অভিযান করে সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়েছিলেন প্রার্থীরা ৷ সারারাত সেখানেই খোলা আকাশের নীচে কাটান বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ৷ মঙ্গলবার সকালে এখনও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ অনেকের অসুস্থতার খবরও পাওয়া গিয়েছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি, 2014 সাল থেকে তাঁরা চাকরি পাননি ৷ এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 20 হাজার নিয়োগ হবে ৷ এখনও 7 হাজারও নিয়োগ হয়নি (TET qualified candidates protest in West Bengal) ৷

গত 27 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teacher Recruitment Scam) মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এরপর 10 অক্টোবর রাতভর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে ইডির আধিকারিকেরা ৷ 11 অক্টোবর গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ জানা গিয়েছে, লক্ষাধিকর পরীক্ষার্থীর উত্তরপত্র নষ্ট করার অভিযোগ রয়েছে পর্ষদের বিরুদ্ধে ৷ এই দুর্নীতি কাণ্ডের কিং পিন মানিক ভট্টাচার্য ৷ এদিকে তিনি কাদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছিলেন, তার তালিকা তৈরি করছে সিবিআই ৷

সল্টলেকে এপিসি ভবনের সামনে ধরনায় 2014 সালের টেট উত্তীর্ণরা

আরও পড়ুন: 'পুলিশকে বলুন আমাদের বুকে গুলি করতে', প্রিজন ভ্যানের জানলা দিয়ে 'আবেদন' টেট প্রার্থীদের

এর আগে 30 জুলাই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ক্যামাক স্ট্রিটে ধরনায় বসেছিলেন 60 জন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী ৷ রাতভর বিক্ষোভ দেখানোর পর সকালে পুলিশ এসে তাঁদের প্রিজন ভ্যানে করে লালবাজারে তুলে নিয়ে যায় ৷ সেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর কোনও প্রতিনিধি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেননি ৷

Last Updated : Oct 18, 2022, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.