ETV Bharat / state

Teacher Recruitment Scam: ফের কঠোর বিচারপতি গঙ্গোপাধ্যায় , চাকরি খোয়ালেন 200 জন - কলকাতা হাইকোর্ট

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) নিয়ে চলা মামলার জেরে চাকরি খোয়ালেন আরও 200 জন ৷ ওই 200 জন প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) পদে নিযুক্ত ছিলেন ৷ তাঁদের নিয়োগ বাতিল করেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷

Calcutta high court on SSC scam
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Jan 4, 2023, 1:25 PM IST

Updated : Jan 4, 2023, 5:46 PM IST

নিয়োগ দুর্নীতিতে কঠোর কলকাতা হাইকোর্ট ৷

কলকাতা, 4 জানুয়ারি: প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) পদ হারাতে হল অন্তত 200 জনকে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) সংক্রান্ত মামলার জেরে চাকরি খোয়ালেন ওই 200 জন ৷ উল্লেখ্য, এই 200 (অন্তত) জনের মধ্যে 53 জনের চাকরি আগেই বাতিল করা হয়েছিল ৷ বুধবার সংশ্লিষ্ট মামলায় আরও প্রায় 150 জনের নিয়োগ বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷

প্রসঙ্গত, চাকরি বাতিলের এই প্রক্রিয়া শুরু হয় বেশ কিছু দিন আগে ৷ বেআইনি নিয়োগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ কিন্তু, কলকাতা হাইকোর্টের সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন চাকরিহারারা ৷ বস্তুত, সংশ্লিষ্ট রায়ে মোট 268 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷ পরবর্তীতে শীর্ষ আদালত নির্দেশ দেয়, চাকরিহারাদের বক্তব্য শুনতে হবে কলকাতা হাইকোর্টকে ৷ তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ৷ তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে ৷

আরও পড়ুন: ছাত্রদের থেকে টাকা নিয়ে রসিদ দিতেন না মানিক, সিবিআইকে জানালেন তাপস

এরপর ওই 268 জনের মধ্যে অধিকাংশই কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেন ৷ সেই হলফনামা খতিয়ে দেখার পর এর আগে 53 জনের চাকরি ফের বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ বুধবার একই মামলায় আরও অন্তত 150 জনের চাকরি বাতিল করা হয় ৷ সব মিলিয়ে সংখ্য়াটা অন্তত 200 ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় আরও বেশ কিছু আবেদনকারীর বক্তব্য শোনা বাকি রয়েছে কলকাতা হাইকোর্টের ৷ বৃহস্পতিবার তাঁদের হলফনামা খতিয়ে দেখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ অন্যদিকে, ইতিমধ্যেই যাঁদের চাকরি বাতিল করা হল, তাঁরা কেউ আর স্কুলে ঢুকতে পারবেন না ৷ শিক্ষক হিসাবে কোনও বেতনও গ্রহণ করতে পারবেন না তাঁরা ৷ এই বিষয়ে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

তবে, এসবের মধ্যেই সুখবর পেয়েছেন দুই মামলাকারী ৷ এঁরা হলেন অরুণ কারক এবং প্রসেনজিৎ ভট্টাচার্য ৷ তাঁদের হলফনামা খতিয়ে দেখার পর দু' জনকেই চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি, আর এক মামলাকারী জয়ন্ত বারুইয়ের মামলা আগামী 11 জানুয়ারি শুনবেন বিচারপতি ৷ কারণ, আদালতে জয়ন্ত দাবি করেছেন, কোনও বেআইনি পথে চাকরি আদায় করেননি তিনি ৷ তাঁর সেই দাবিই আগামী 11 জানুয়ারি আদালত খতিয়ে দেখবে ৷

নিয়োগ দুর্নীতিতে কঠোর কলকাতা হাইকোর্ট ৷

কলকাতা, 4 জানুয়ারি: প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) পদ হারাতে হল অন্তত 200 জনকে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) সংক্রান্ত মামলার জেরে চাকরি খোয়ালেন ওই 200 জন ৷ উল্লেখ্য, এই 200 (অন্তত) জনের মধ্যে 53 জনের চাকরি আগেই বাতিল করা হয়েছিল ৷ বুধবার সংশ্লিষ্ট মামলায় আরও প্রায় 150 জনের নিয়োগ বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷

প্রসঙ্গত, চাকরি বাতিলের এই প্রক্রিয়া শুরু হয় বেশ কিছু দিন আগে ৷ বেআইনি নিয়োগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ কিন্তু, কলকাতা হাইকোর্টের সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন চাকরিহারারা ৷ বস্তুত, সংশ্লিষ্ট রায়ে মোট 268 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷ পরবর্তীতে শীর্ষ আদালত নির্দেশ দেয়, চাকরিহারাদের বক্তব্য শুনতে হবে কলকাতা হাইকোর্টকে ৷ তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ৷ তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে ৷

আরও পড়ুন: ছাত্রদের থেকে টাকা নিয়ে রসিদ দিতেন না মানিক, সিবিআইকে জানালেন তাপস

এরপর ওই 268 জনের মধ্যে অধিকাংশই কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেন ৷ সেই হলফনামা খতিয়ে দেখার পর এর আগে 53 জনের চাকরি ফের বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ বুধবার একই মামলায় আরও অন্তত 150 জনের চাকরি বাতিল করা হয় ৷ সব মিলিয়ে সংখ্য়াটা অন্তত 200 ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় আরও বেশ কিছু আবেদনকারীর বক্তব্য শোনা বাকি রয়েছে কলকাতা হাইকোর্টের ৷ বৃহস্পতিবার তাঁদের হলফনামা খতিয়ে দেখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ অন্যদিকে, ইতিমধ্যেই যাঁদের চাকরি বাতিল করা হল, তাঁরা কেউ আর স্কুলে ঢুকতে পারবেন না ৷ শিক্ষক হিসাবে কোনও বেতনও গ্রহণ করতে পারবেন না তাঁরা ৷ এই বিষয়ে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

তবে, এসবের মধ্যেই সুখবর পেয়েছেন দুই মামলাকারী ৷ এঁরা হলেন অরুণ কারক এবং প্রসেনজিৎ ভট্টাচার্য ৷ তাঁদের হলফনামা খতিয়ে দেখার পর দু' জনকেই চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি, আর এক মামলাকারী জয়ন্ত বারুইয়ের মামলা আগামী 11 জানুয়ারি শুনবেন বিচারপতি ৷ কারণ, আদালতে জয়ন্ত দাবি করেছেন, কোনও বেআইনি পথে চাকরি আদায় করেননি তিনি ৷ তাঁর সেই দাবিই আগামী 11 জানুয়ারি আদালত খতিয়ে দেখবে ৷

Last Updated : Jan 4, 2023, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.