ETV Bharat / state

Cyber crime: সাইবার ক্রাইম অফিসারের নাম করে হুমকি ও টাকা তোলার অভিযোগে গ্রেফতার 3 - সাইবার ক্রাইম

সাইবার ক্রাইম অফিসারের নাম করে হুমকি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি ৷ নাগেরবাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police Station) ৷ ধৃতদের বিধাননগর আদালতে তোলা হয়েছে ৷

Cyber crime
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 3, 2023, 8:56 PM IST

কলকাতা, 3 মার্চ: আবার সাইবার ক্রাইম প্রতারণা চক্রে সাফল্য বিধাননগর পুলিশের (Men Arrested for Threatening and Withdrawing Money) ৷ তবে এবার সাইবার ক্রাইম পুলিশের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার 3 ব্যাক্তি ৷ ধৃতরা হলেন, মিঠুন মণ্ডল, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত সরকার ৷ বেশ কয়েকদফায় বিপুল পরিমাণ টাকা অত্মসাৎ করার অভিযোগ জানিয়েছেন প্রতারিত প্রিয়াঙ্কা দাস ৷

পুলিশ সূত্রে খবর, বাগুইআটির বাসিন্দা প্রিয়াঙ্কা দাস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন তিনি একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান ৷ ট্রু কলারে বিধাননগর সাইবার ক্রাইন থানার নাম দেখাচ্ছিল ৷ ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি জানা সে বিধাননগর থানা থেকে কল করছে ৷ অভিযোগকারিণীকে হুমকি দেয় তিনি একটি ফাইন্যান্স কোম্পানি থেকে যে ঋণ নিয়েছেন, তা পরিশোধ করে দিতে হবে ৷ অন্যথায় তাঁকে গ্রেফতার করা হবে ৷ ভয় পেয়েই অভিযোগকারিণী 18 হাজার 233 টাকা প্রতারকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ৷ আবার ও চুড়ান্ত নিষ্পত্তির নামে দুষ্কৃতীরা তার কাছ থেকে 55 হাজার টাকা চায় । তখন প্রিয়াঙ্কা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন । এর পরই ওই মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ।

আরও পড়ুন: ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দক্ষিণ 24 পরগণার কচুখালি থেকে বছর 23-এর মিঠুন মণ্ডলকে গ্রেফতার করেছিল 28 ফেব্রুয়ারি ৷ তাকে 9 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের নাম জানতে পারে পুলিশ ৷ এরপরেই 42 বছরের সোমনাথ বন্দ্যোপাধ্য়ায়, 40 বছরের সুদীপ্ত সরকারকে গ্রেফতার করে ৷ অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ শুক্রবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আরও একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছিল করেছিল বিধনানগর থানার পুলিশ ৷ ভুয়ো কল সেন্টার খুলে টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ । ঘটনায় ভুয়ো কল সেন্টার থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police) 13 জনকে গ্রেফতার করেছে ।

কলকাতা, 3 মার্চ: আবার সাইবার ক্রাইম প্রতারণা চক্রে সাফল্য বিধাননগর পুলিশের (Men Arrested for Threatening and Withdrawing Money) ৷ তবে এবার সাইবার ক্রাইম পুলিশের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার 3 ব্যাক্তি ৷ ধৃতরা হলেন, মিঠুন মণ্ডল, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত সরকার ৷ বেশ কয়েকদফায় বিপুল পরিমাণ টাকা অত্মসাৎ করার অভিযোগ জানিয়েছেন প্রতারিত প্রিয়াঙ্কা দাস ৷

পুলিশ সূত্রে খবর, বাগুইআটির বাসিন্দা প্রিয়াঙ্কা দাস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন তিনি একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান ৷ ট্রু কলারে বিধাননগর সাইবার ক্রাইন থানার নাম দেখাচ্ছিল ৷ ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি জানা সে বিধাননগর থানা থেকে কল করছে ৷ অভিযোগকারিণীকে হুমকি দেয় তিনি একটি ফাইন্যান্স কোম্পানি থেকে যে ঋণ নিয়েছেন, তা পরিশোধ করে দিতে হবে ৷ অন্যথায় তাঁকে গ্রেফতার করা হবে ৷ ভয় পেয়েই অভিযোগকারিণী 18 হাজার 233 টাকা প্রতারকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ৷ আবার ও চুড়ান্ত নিষ্পত্তির নামে দুষ্কৃতীরা তার কাছ থেকে 55 হাজার টাকা চায় । তখন প্রিয়াঙ্কা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন । এর পরই ওই মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ।

আরও পড়ুন: ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দক্ষিণ 24 পরগণার কচুখালি থেকে বছর 23-এর মিঠুন মণ্ডলকে গ্রেফতার করেছিল 28 ফেব্রুয়ারি ৷ তাকে 9 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের নাম জানতে পারে পুলিশ ৷ এরপরেই 42 বছরের সোমনাথ বন্দ্যোপাধ্য়ায়, 40 বছরের সুদীপ্ত সরকারকে গ্রেফতার করে ৷ অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ শুক্রবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আরও একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছিল করেছিল বিধনানগর থানার পুলিশ ৷ ভুয়ো কল সেন্টার খুলে টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ । ঘটনায় ভুয়ো কল সেন্টার থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police) 13 জনকে গ্রেফতার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.