কলকাতা, 25 ফেব্রুয়ারি : কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জালে ধরা পড়ল ইরানি কেপমারি গ্যাংয়ের 2 সদস্য । গতকাল কল্যাণীতে ঘটনাটি ঘটেছে । সম্প্রতি সারা দেশে এই গ্যাং জাল বিস্তার করেছে । বেশ কিছু দিন ধরে এই গ্যাং হানা দিয়েছে শহরেও ।
অভিযোগ, এই কেপমারি গ্যাংয়ের সদস্যরা নিজেদের পুলিশ আধিকারিক বলে পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে সোনার বার নিয়ে পালায় । যার বাজারমূল্য ছিল দু' লাখ 40 হাজার টাকা । মাস খানেক আগে ঘটনাটি ঘটে শ্যামপুকুর থানা এলাকায় ।
আরও পড়ুন : ইরানি কেপমার গ্যাংয়ের হাতসাফাই কলকাতায়, তিন লাখের গয়না সরিয়ে গ্রেপ্তার 1
ওই মহিলা পুলিশকে পুরো বিষয়টি জানায় । পুলিশ ঘটনার তদন্তে নামে । পরে অবশ্য তদন্তের দায়িত্বভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশানের উপর বর্তায় । গোয়েন্দা বিভাগের তরফে খোঁজ মেলে দুই ইরানি কেপমারির ।
পুলিশ জানিয়েছে, গতকাল কল্যাণী থেকে ইরানি কেপমারি গ্যাংয়ের দুই সদস্য আমজাদ ও ইউনিসকে গ্রেপ্তার করে । এছাড়া খোয়া যাওয়া সোনার বার উদ্ধার হয়েছে ।