ETV Bharat / state

শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার 2 সোনা পাচারকারী - STF

STF সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তির নাম হাসিফুল মণ্ডল এবং শাহাদাত মণ্ডল । দু'জনেই নদিয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এন্টালি থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 413, 414 ধারায় মামলা রুজু করেছে STF ।

শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার 2 সোনা পাচারকারী
author img

By

Published : Sep 28, 2019, 7:42 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : শিয়ালদা স্টেশনের পার্কিং জ়োন থেকে দুই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 38 লাখ টাকার সোনা ৷ নদিয়া থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল ৷ খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দু'জনকে গ্রেপ্তার করল ৷ গোয়েন্দাদের সন্দেহ এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে ৷

কয়েকদিন ধরে শহরে সোনা পাচার হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশ । বিশ্বস্ত সূত্রকে কাজে লাগিয়ে চলতে থাকে বিস্তারিত অনুসন্ধান । লাগাতার নজরদারির ফল মিলল মহালয়ার বিকেলে । পাচারকারীদের শিয়ালদায় আসার খবর পুলিশ আগেই পেয়েছিল ৷ তাই আজ দুপুর থেকেই স্টেশন চত্বরে ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে STF-র আধিকারিকরা ৷ এরপর বিকেলে দু'জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় 932 গ্রাম সোনার বাট । যার আনুমানিক বাজার মূল্য 38 লাখ টাকারও বেশি ৷

gold
উদ্ধার 932 গ্রাম সোনার বাট

STF সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তির নাম হাসিফুল মণ্ডল এবং শাহাদাত মণ্ডল । দু'জনেই নদিয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এন্টালি থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 413, 414 ধারায় মামলা রুজু করেছে STF । ধৃতদের আগামীকাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ । তাদের জেরা করে এই চক্রের পান্ডার হদিশ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

কলকাতা, 28 সেপ্টেম্বর : শিয়ালদা স্টেশনের পার্কিং জ়োন থেকে দুই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 38 লাখ টাকার সোনা ৷ নদিয়া থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল ৷ খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দু'জনকে গ্রেপ্তার করল ৷ গোয়েন্দাদের সন্দেহ এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে ৷

কয়েকদিন ধরে শহরে সোনা পাচার হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশ । বিশ্বস্ত সূত্রকে কাজে লাগিয়ে চলতে থাকে বিস্তারিত অনুসন্ধান । লাগাতার নজরদারির ফল মিলল মহালয়ার বিকেলে । পাচারকারীদের শিয়ালদায় আসার খবর পুলিশ আগেই পেয়েছিল ৷ তাই আজ দুপুর থেকেই স্টেশন চত্বরে ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে STF-র আধিকারিকরা ৷ এরপর বিকেলে দু'জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় 932 গ্রাম সোনার বাট । যার আনুমানিক বাজার মূল্য 38 লাখ টাকারও বেশি ৷

gold
উদ্ধার 932 গ্রাম সোনার বাট

STF সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তির নাম হাসিফুল মণ্ডল এবং শাহাদাত মণ্ডল । দু'জনেই নদিয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এন্টালি থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 413, 414 ধারায় মামলা রুজু করেছে STF । ধৃতদের আগামীকাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ । তাদের জেরা করে এই চক্রের পান্ডার হদিশ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

Intro:কলকাতা, 28 সেপ্টেম্বর: নদীয়া থেকে সোনার বার নিয়ে চলে এসেছিল কলকাতায়। সোনার ডেলিভারি করতে। খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই সূত্র ধরে শিয়ালদা স্টেশনের পার্কিং লট থেকে গ্রেপ্তার করা হল দুই পাচারকারীকে। তাদের কাছে উদ্ধার হল ৩৮ লাখ টাকার সোনা। গোয়েন্দাদের সন্দেহ এই চক্রের আন্তর্জাতিক যোগ আছে। Body:বেশ কিছু দিন ধরেই শহরে এই সোনা পাচার চক্র সক্রিয় হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশ। এরপরেই বিশ্বস্ত সূত্রকে কাজে লাগিয়ে চলতে থাকে বিস্তারিত অনুসন্ধান। লাগাতার নজরদারির ফল মিলল মহালয়ার বিকেলে। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে ওই পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। সূত্রের খবর, দুই পাচারকারী শিয়ালদহ স্টেশনের বাইরে জড়ো হওয়ার খবর আগাম পান এসটিএফের গোয়েন্দারা। গোপন সূত্র মারফত পাওয়া ওই খবর সম্পর্কে নিশ্চিত হতেই শনিবার দুপুর থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে ফাঁদ পেতে অপেক্ষা করেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। অবশেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের বাইরে পার্কিং স্লট থেকে দুজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৯৩২ গ্রাম সোনার বাট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আটত্রিশ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে। Conclusion:এসটিএফ সূত্রের খবর, দুই ধৃত ব্যক্তির নাম হাসিফুল মণ্ডল এবং শাহাদাত মণ্ডল। দুজনেই নদিয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে লালবাজার। ধৃতদের বিরুদ্ধে এন্টালি থানায় ভারতীয় দণ্ডবিধির ১২০-বি, ৪১৩, ৪১৪ ধারায় মামলা রজু করেছে এসটিএফ। ধৃতদের কাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। তাদের জেরা করে এই সোনা পাচার চক্রের আরও বড়সড় পান্ডার হদিশ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.