কলকাতা, 13 জুলাই : আশপাশে রয়েছে ডন বসকো, মহাদেবী বিড়লার মতো নামী স্কুল । সেখানকার পড়ুয়াদের টার্গেট করেছিল একটি মাদক চক্র । কয়েকজন স্কুল পড়ুয়াকে জড়িয়ে ফেলেছিল জালে । সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । অবশেষে গতরাতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । কলকাতা পুলিশের মাদক বিরোধী অভিযানে এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।
বিশ্ব মাদক বিরোধী দিবসে শহরকে মাদকমুক্ত করার শপথ নিয়েছে কলকাতা পুলিশ । কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অ্যান্টি নারকোটিকস সেলের কর্তারা কড়া নজর রাখছেন । বিশেষ নজর রাখা হচ্ছে স্কুল-কলেজগুলিতে । কলকাতা পুলিশের অভিজ্ঞতা বলছে, পড়ুয়ারাই মাদক বিক্রেতাদের সফট টার্গেট । নজরদারির সূত্র ধরেই জানা যায়, পার্কসার্কাস এলাকায় বিভিন্ন নামী স্কুলের পড়ুয়াদের টার্গেট করেছে মাদক কারবারিরা । এবার গোয়েন্দারা শুরু করেন খোঁজখবর । উঠে আসে দুই মাদক কারবারির নাম । আসগর হোসেন এবং আরশাদ হোসেন । দরগা রোড এলাকায় সক্রিয় ছিল তারা । সেখান থেকেই চালাত চক্র । এই দু'জন ব্রাউন সুগার পুরিয়ায় ভরে বিক্রি করত ।
আসগরের বাড়ি বেনিয়াপুকুর এলাকার জাননগর রোডে । আরশাদের বাড়ি বেনিয়াপুকুর এলাকার নর্থ রেঞ্জ এলাকায় । গতরাতে তাদের গ্রেপ্তার করার পর জেরায় দু'জনেই নিজেদের দোষ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 50 গ্রাম ব্রাউন সুগার । ধৃতেরা স্বীকার করেছে তাদের টার্গেট ছিল পড়ুয়ারাই । পুলিশ মনে করছে এই চক্রের সঙ্গে জড়িত বড় কোনও মাথা । তার খোঁজ চলছে ।