ETV Bharat / state

টার্গেট স্কুল পড়ুয়াদের ব্রাউন সুগারের নেশা ধরানো ! কলকাতায় গ্রেপ্তার দুই মাদক কারবারি - ডন বসকো

কলকাতা পুলিশের অভিজ্ঞতা বলছে, পড়ুয়ারাই মাদক বিক্রেতাদের সফট টার্গেট । নজরদারির সূত্র ধরেই জানা যায়, পার্কসার্কাস এলাকায় বিভিন্ন নামী স্কুলের পড়ুয়াদের টার্গেট করেছে মাদক কারবারিরা । এবার গোয়েন্দারা শুরু করেন খোঁজখবর । উঠে আসে দুই মাদক কারবারির নাম । আসগর হোসেন এবং আরশাদ হোসেন । দরগা রোড এলাকায় সক্রিয় ছিল তারা । গতরাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

আসগর হোসেন এবং আরশাদ হোসেন
author img

By

Published : Jul 13, 2019, 4:05 PM IST

কলকাতা, 13 জুলাই : আশপাশে রয়েছে ডন বসকো, মহাদেবী বিড়লার মতো নামী স্কুল । সেখানকার পড়ুয়াদের টার্গেট করেছিল একটি মাদক চক্র । কয়েকজন স্কুল পড়ুয়াকে জড়িয়ে ফেলেছিল জালে । সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । অবশেষে গতরাতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । কলকাতা পুলিশের মাদক বিরোধী অভিযানে এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।

বিশ্ব মাদক বিরোধী দিবসে শহরকে মাদকমুক্ত করার শপথ নিয়েছে কলকাতা পুলিশ । কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অ্যান্টি নারকোটিকস সেলের কর্তারা কড়া নজর রাখছেন । বিশেষ নজর রাখা হচ্ছে স্কুল-কলেজগুলিতে । কলকাতা পুলিশের অভিজ্ঞতা বলছে, পড়ুয়ারাই মাদক বিক্রেতাদের সফট টার্গেট । নজরদারির সূত্র ধরেই জানা যায়, পার্কসার্কাস এলাকায় বিভিন্ন নামী স্কুলের পড়ুয়াদের টার্গেট করেছে মাদক কারবারিরা । এবার গোয়েন্দারা শুরু করেন খোঁজখবর । উঠে আসে দুই মাদক কারবারির নাম । আসগর হোসেন এবং আরশাদ হোসেন । দরগা রোড এলাকায় সক্রিয় ছিল তারা । সেখান থেকেই চালাত চক্র । এই দু'জন ব্রাউন সুগার পুরিয়ায় ভরে বিক্রি করত ।

kolkata
উদ্ধার হওয়া ব্রাউন সুগার

আসগরের বাড়ি বেনিয়াপুকুর এলাকার জাননগর রোডে । আরশাদের বাড়ি বেনিয়াপুকুর এলাকার নর্থ রেঞ্জ এলাকায় । গতরাতে তাদের গ্রেপ্তার করার পর জেরায় দু'জনেই নিজেদের দোষ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 50 গ্রাম ব্রাউন সুগার । ধৃতেরা স্বীকার করেছে তাদের টার্গেট ছিল পড়ুয়ারাই । পুলিশ মনে করছে এই চক্রের সঙ্গে জড়িত বড় কোনও মাথা । তার খোঁজ চলছে ।

কলকাতা, 13 জুলাই : আশপাশে রয়েছে ডন বসকো, মহাদেবী বিড়লার মতো নামী স্কুল । সেখানকার পড়ুয়াদের টার্গেট করেছিল একটি মাদক চক্র । কয়েকজন স্কুল পড়ুয়াকে জড়িয়ে ফেলেছিল জালে । সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । অবশেষে গতরাতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । কলকাতা পুলিশের মাদক বিরোধী অভিযানে এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।

বিশ্ব মাদক বিরোধী দিবসে শহরকে মাদকমুক্ত করার শপথ নিয়েছে কলকাতা পুলিশ । কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অ্যান্টি নারকোটিকস সেলের কর্তারা কড়া নজর রাখছেন । বিশেষ নজর রাখা হচ্ছে স্কুল-কলেজগুলিতে । কলকাতা পুলিশের অভিজ্ঞতা বলছে, পড়ুয়ারাই মাদক বিক্রেতাদের সফট টার্গেট । নজরদারির সূত্র ধরেই জানা যায়, পার্কসার্কাস এলাকায় বিভিন্ন নামী স্কুলের পড়ুয়াদের টার্গেট করেছে মাদক কারবারিরা । এবার গোয়েন্দারা শুরু করেন খোঁজখবর । উঠে আসে দুই মাদক কারবারির নাম । আসগর হোসেন এবং আরশাদ হোসেন । দরগা রোড এলাকায় সক্রিয় ছিল তারা । সেখান থেকেই চালাত চক্র । এই দু'জন ব্রাউন সুগার পুরিয়ায় ভরে বিক্রি করত ।

kolkata
উদ্ধার হওয়া ব্রাউন সুগার

আসগরের বাড়ি বেনিয়াপুকুর এলাকার জাননগর রোডে । আরশাদের বাড়ি বেনিয়াপুকুর এলাকার নর্থ রেঞ্জ এলাকায় । গতরাতে তাদের গ্রেপ্তার করার পর জেরায় দু'জনেই নিজেদের দোষ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 50 গ্রাম ব্রাউন সুগার । ধৃতেরা স্বীকার করেছে তাদের টার্গেট ছিল পড়ুয়ারাই । পুলিশ মনে করছে এই চক্রের সঙ্গে জড়িত বড় কোনও মাথা । তার খোঁজ চলছে ।

Intro:কলকাতা, ১৩ জুলাই: আশপাশে রয়েছে ডন বসকো, মহাদেবী বিড়লার মতো নামী স্কুল। সেখানকার পড়ুয়াদের টার্গেট করেছিল একটি মাদক চক্র। কয়েকজন স্কুল পড়ুয়াকে জড়িয়ে ফেলেছিল জালে। সেই সূত্রেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অবশেষে গত রাতে পুলিশ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। কলকাতা পুলিশের মাদক বিরোধী অভিযানে এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।Body:গত বিশ্ব মাদক বিরোধী দিবসে শহরকে মাদক মুক্ত করার শপথ নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আন্টি নারকটিকস সেলের কর্তারা কড়া নজর রাখছেন। বিশেষ নজর রাখা হচ্ছে স্কুল-কলেজগুলোতে। কলকাতা পুলিশের অভিজ্ঞতা বলছে, পডড়ুয়ারাই মাদক বিক্রেতাদের সফট টার্গেট। নজরদারির সূত্র ধরেই জানা যায়, পার্কসার্কাস এলাকায় বিভিন্ন নামী স্কুলের পড়ুয়াদের টার্গেট করেছে মাদক কারবারিরা। এবার গোয়েন্দারা শুরু করেন খোঁজখবর। উঠে আসে দুই কুখ্যাত মাদক কারবারি নাম। তারা হল আসগর হোসেন এবং আরশাদ হোসেন। দরগা রোড এলাকায় সক্রিয় ছিল তারা। সেখান থেকেই চালাত চক্র। এই দুজন ব্রাউন সুগার পুরিয়ায় ভরে বিক্রি করতো। Conclusion:এমনিতে আসগর থাকে বেনিয়াপুকুর এলাকার জান নগর রোডে। আর আর সত থাকে বেনিয়াপুকুর এলাকারই নর্থ রেঞ্জ এলাকায়। গতরাতে তাদের গ্রেপ্তার করার পর জেরায় দুজনেই নিজেদের দোষ কবুল করেছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের কাছে উদ্ধার হয়েছে 50 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য অনেক। ধৃতেরা স্বীকার করেছে তাদের টার্গেট ছিল পড়ুয়ারাই। পুলিশ মনে করছে এই চক্রের সঙ্গে জড়িত বড় কোনো মাথা। তাদের খোঁজ চলছে।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.