ETV Bharat / state

কলকাতায় ডেঙ্গি আক্রান্ত 2 - Kolkata

কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হলেন দু'জন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

ডেঙ্গি
ডেঙ্গি
author img

By

Published : Jun 11, 2020, 4:20 PM IST

কলকাতা, 11 জুন : কলকাতায় খোঁজ মিলল দুই ডেঙ্গি আক্রান্তের । তাঁদের মধ্যে একজনের বয়স 78 বছর । অপরজন 13 বছরের কিশোরী । কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে এই দু'জনের চিকিৎসা চলছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, ডেঙ্গি আক্রান্ত ওই বৃদ্ধের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কিশোরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।

পশ্চিমবঙ্গে সাধারণত জুনের শেষের দিক থেকে দেখা যায় ডেঙ্গির প্রকোপ । তবে গত বছর একটু দেরিতে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল । যে কারণে গতবছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা । আর এবছর জুনের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় দুই জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলল ।

মিন্টোপার্কের কাছে বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত ওই বৃদ্ধের চিকিৎসা চলছে । অন্যদিকে, পার্কসার্কাসের কাছে একটি শিশু হাসপাতালে চিকিৎসা চলছে ওই কিশোরীর । মিন্টোপার্কের বেসরকারি ওই হাসপাতাল সূত্রের খবর, জ্বর নিয়ে কলকাতার মিডলটন স্ট্রিটের বাসিন্দা ওই বৃদ্ধকে 6 জুন হাসপাতালে ভরতি করানো হয় । উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয় । রক্ত পরীক্ষায় বৃদ্ধের ডেঙ্গি পজ়িটিভ ধরা পড়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃদ্ধের জ্বর কমেছে । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

অন্যদিকে, পার্কসার্কাসের বেসরকারি ওই হাসপাতাল সূত্রের খবর, বালিগঞ্জের বাসিন্দা ওই কিশোরী ৷ গত পাঁচ দিন ধরে জ্বর না কমায় তাকে গতকাল ওই হাসপাতালে ভরতি করানো হয় । রক্ত পরীক্ষায় ওই কিশোরীর ডেঙ্গি পজ়িটিভ ধরা পড়েছে । হাসপাতাল সূত্রের খবর, ওই কিশোরীর ব্লাড প্রেসার কমে গিয়েছিল, ইউরিন কম হচ্ছিল । বুক-পেটে জল জমে গিয়েছে । বর্তমানে তাকে ICU-তে রাখা হয়েছে । তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।

কলকাতা, 11 জুন : কলকাতায় খোঁজ মিলল দুই ডেঙ্গি আক্রান্তের । তাঁদের মধ্যে একজনের বয়স 78 বছর । অপরজন 13 বছরের কিশোরী । কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে এই দু'জনের চিকিৎসা চলছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, ডেঙ্গি আক্রান্ত ওই বৃদ্ধের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কিশোরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।

পশ্চিমবঙ্গে সাধারণত জুনের শেষের দিক থেকে দেখা যায় ডেঙ্গির প্রকোপ । তবে গত বছর একটু দেরিতে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল । যে কারণে গতবছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা । আর এবছর জুনের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় দুই জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলল ।

মিন্টোপার্কের কাছে বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত ওই বৃদ্ধের চিকিৎসা চলছে । অন্যদিকে, পার্কসার্কাসের কাছে একটি শিশু হাসপাতালে চিকিৎসা চলছে ওই কিশোরীর । মিন্টোপার্কের বেসরকারি ওই হাসপাতাল সূত্রের খবর, জ্বর নিয়ে কলকাতার মিডলটন স্ট্রিটের বাসিন্দা ওই বৃদ্ধকে 6 জুন হাসপাতালে ভরতি করানো হয় । উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয় । রক্ত পরীক্ষায় বৃদ্ধের ডেঙ্গি পজ়িটিভ ধরা পড়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃদ্ধের জ্বর কমেছে । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

অন্যদিকে, পার্কসার্কাসের বেসরকারি ওই হাসপাতাল সূত্রের খবর, বালিগঞ্জের বাসিন্দা ওই কিশোরী ৷ গত পাঁচ দিন ধরে জ্বর না কমায় তাকে গতকাল ওই হাসপাতালে ভরতি করানো হয় । রক্ত পরীক্ষায় ওই কিশোরীর ডেঙ্গি পজ়িটিভ ধরা পড়েছে । হাসপাতাল সূত্রের খবর, ওই কিশোরীর ব্লাড প্রেসার কমে গিয়েছিল, ইউরিন কম হচ্ছিল । বুক-পেটে জল জমে গিয়েছে । বর্তমানে তাকে ICU-তে রাখা হয়েছে । তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.