কলকাতা, 20 জানুয়ারি : ফুলবাগানে যুবক খুনের ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশের তদন্তকারী দল দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর ।
এর আগে ফুলবাগানে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা রুজু করে কলকাতা পুলিশ । দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে লালবাজারের গোয়েন্দাদের অনুমান, অন্যত্র খুন করে পরে দেহ ইএম বাইপাসের ধারে ফেলে পালায় আততায়ীরা । তদন্তে নেমে গোয়েন্দারা মনে করেছিলেন তাঁকে গুলি করে হত্যার পর, মাথার একাংশ ভোঁতা কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয় । তদন্তে নামেন লালবাজারের হোমিসাইড বিভাগের কর্তারা ।
আরও পড়ুন : শহরে ফের স্টোনম্যান ?
পুলিশি সূত্রে খবর, ধৃত দুই যুবক মৃত যুবকের পূর্ব-পরিচিত । ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মৃত্যুর আগে ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন । ধৃতদের সঙ্গে তাঁর বচসা হয় এবং তিনি ঢিল ছুঁড়তে থাকেন ওই দুই যুবকের দিকে । এর পরেই ঘটনা গুরুতর আকার নেয় এবং ধৃতরা পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করে ।