ETV Bharat / state

কসবায় সক্রিয় টোটো চুরি চক্র, গ্রেপ্তার 2 - Arrest 2 for stealing toto

কসবায় টোটো চুরি চক্রের হদিস । গ্রেপ্তার 2 ।

2 arrested for stealing toto at kasba
2 arrested for stealing toto at kasba
author img

By

Published : Jul 17, 2020, 10:28 PM IST

কলকাতা, 17 জুলাই : কসবা এলাকায় সক্রিয় রয়েছে টোটো চুরি চক্র । চক্রের পর্দা ফাঁস করল কসবা থানার পুলিশ । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 জন । এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চলছে ।

ধৃতদের নাম মহম্মদ মুন্না(30) ও মহম্মদ রফিক(55)। মহম্মদ মুন্নার বাড়ি তপসিয়া থানা এলাকার জিন মসজিদ অটো স্ট্যান্ড এলাকায় । তাকে কসবা বাজারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। মহম্মদ রফিকের বাড়ি লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকায় ।

11 জুলাই রাতে সন্তোষ নাইয়া নামে এক ব্যক্তির টোটো রিক্সা চুরি যায় তাঁরই বাড়ির সামনে থেকে । সন্তোষের বাড়ি বেদিয়াডাঙা সেকেন্ড লেনে । পুলিশে জানালে, CCTV ফুটেজ খতিয়ে দেখে । তাতে মহম্মদ মুন্নাকে টোটো চুরি করতে দেখে । সেইমতো তদন্ত চালিয়ে টোটো চুরি চক্রের সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে ।

কলকাতা, 17 জুলাই : কসবা এলাকায় সক্রিয় রয়েছে টোটো চুরি চক্র । চক্রের পর্দা ফাঁস করল কসবা থানার পুলিশ । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 জন । এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চলছে ।

ধৃতদের নাম মহম্মদ মুন্না(30) ও মহম্মদ রফিক(55)। মহম্মদ মুন্নার বাড়ি তপসিয়া থানা এলাকার জিন মসজিদ অটো স্ট্যান্ড এলাকায় । তাকে কসবা বাজারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। মহম্মদ রফিকের বাড়ি লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকায় ।

11 জুলাই রাতে সন্তোষ নাইয়া নামে এক ব্যক্তির টোটো রিক্সা চুরি যায় তাঁরই বাড়ির সামনে থেকে । সন্তোষের বাড়ি বেদিয়াডাঙা সেকেন্ড লেনে । পুলিশে জানালে, CCTV ফুটেজ খতিয়ে দেখে । তাতে মহম্মদ মুন্নাকে টোটো চুরি করতে দেখে । সেইমতো তদন্ত চালিয়ে টোটো চুরি চক্রের সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.