ETV Bharat / state

নিজ়ামউদ্দিন যোগ, রাজ্যে কোয়ারান্টাইনে 300-রও বেশি

নিজ়ামউদ্দিন যোগে ছয় জেলা থেকে 195 জনকে কোয়ারান্টাইনে পাঠাল প্রশাসন ৷ 108 জন বিদেশিকেও কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷

Breaking News
author img

By

Published : Apr 7, 2020, 11:03 PM IST

কলকাতা, 7 এপ্রিল : নিজ়ামউদ্দিন যোগে রাজ্যের ছয় জেলার 195 জনকে কোয়ারান্টাইনে পাঠাল প্রশাসন । এছাড়াও 108 জন বিদেশিকেও নিজ়ামউদ্দিন যোগের কারণে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ।

নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়ে কতজন রাজ্যে ফিরেছেন ? তা নিয়ে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, নিজ়ামউদ্দিন থেকে এরাজ্যে ফিরে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ চলছে । সেইমতো, দফায় দফায় কোয়ারান্টাইনে রাখা হচ্ছে তাঁদের ।

এবার নিজ়ামউদ্দিন যোগে রাজ্যের মোট 195 জনকে কোয়ারান্টাইনে পাঠাল প্রশাসন । যে ছয় জেলা থেকে তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে, সেগুলি হল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও কলকাতা ।

এছাড়া 108 জন বিদেশিকেও নিজ়ামউদ্দিন যোগের কারণে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । এদের মধ্যে 12 জন মহিলা । তাঁরা এসেছেন ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে । জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে এসেছেন 34 জন । মায়ানমার থেকে এসেছেন 25 জন । থাইল্যান্ডের 21 জন, মালয়েশিয়ার 9 জন এবং বাংলাদেশের 19 জন ।

কলকাতা, 7 এপ্রিল : নিজ়ামউদ্দিন যোগে রাজ্যের ছয় জেলার 195 জনকে কোয়ারান্টাইনে পাঠাল প্রশাসন । এছাড়াও 108 জন বিদেশিকেও নিজ়ামউদ্দিন যোগের কারণে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ।

নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়ে কতজন রাজ্যে ফিরেছেন ? তা নিয়ে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, নিজ়ামউদ্দিন থেকে এরাজ্যে ফিরে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ চলছে । সেইমতো, দফায় দফায় কোয়ারান্টাইনে রাখা হচ্ছে তাঁদের ।

এবার নিজ়ামউদ্দিন যোগে রাজ্যের মোট 195 জনকে কোয়ারান্টাইনে পাঠাল প্রশাসন । যে ছয় জেলা থেকে তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে, সেগুলি হল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও কলকাতা ।

এছাড়া 108 জন বিদেশিকেও নিজ়ামউদ্দিন যোগের কারণে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । এদের মধ্যে 12 জন মহিলা । তাঁরা এসেছেন ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে । জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে এসেছেন 34 জন । মায়ানমার থেকে এসেছেন 25 জন । থাইল্যান্ডের 21 জন, মালয়েশিয়ার 9 জন এবং বাংলাদেশের 19 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.