কলকাতা, 17 ডিসেম্বর: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (West Bengal Medical Council Election) দুর্নীতি এবং কারচুপি প্রকাশ্যে আনায় স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) কোপ চিকিৎসকদের উপরে ! বদলি করা হল 19 জন চিকিৎসককে ৷ এই তালিকায় রয়েছেন শাসক-বিরোধী চিকিৎসকদের যৌথ মঞ্চের চারজন সদস্য। তাঁরা নির্বাচনে প্রার্থী ও গণনা এজেন্ট ছিলেন।
জানা গিয়েছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের রেডিও থেরাপির অ্যাসোসিয়েট প্রফেসর চিকিৎসক বিশান বসুকে সরিয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিও থেরাপির অ্যাসোসিয়েট প্রফেসর করা হয়েছে । পাশাপাশি সরানো হল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরেন্সনিক মেডিসিন এর অধ্যাপক চিকিৎসক পরাগ বরন পালকে । তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরেন্সিক মেডিসিন বিভাগে (Several doctors transferred) ।
অন্যদিকে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক চিকিৎসক ছিলেন মানস গুমটা ৷ তাঁকে পাঠানো হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের সরস্বতী দত্তকে স্থানান্তর করা হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
আরও পড়ুন: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে
এই সমস্ত চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আবার কেউ কাউন্টিং এজেন্ট ছিলেন । শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের নির্দেশে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের স্পেশাল অফিসারের তরফ থেকে নথিপত্র সংগ্রহের পরেই আকস্মিকভাবে ট্রান্সফার অর্ডার আসে। তবে স্বাস্থ্যভবনের (State Health Department) পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বদলি নিয়ম অনুযায়ী করা হয়েছে।