ETV Bharat / state

ফের কড়া পুলিশ, কলকাতায় লকডাউন ভাঙায় গ্রেপ্তার 185

রাজ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । এই সময় সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য । আরও কড়া পুলিশ । গতকালই কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে 185জনকে ।

kol
kol
author img

By

Published : Jul 21, 2020, 7:31 AM IST

Updated : Jul 21, 2020, 12:55 PM IST

কলকাতা, 21 জুলাই : রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে গতকালই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব । তারপরই আরও কড়া পদক্ষেপ করতে দেখা গেল কলকাতা পুলিশকে । লকডাউন ভাঙায় কলকাতায় গ্রেপ্তার করা হল 185 জনকে । মাস্ক না পরায় গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে ।

কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে । এই মুহূর্তে প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা । সংক্রমণ ঠেকাতে কন্টেনমেন্ট জ়োনগুলিতে কড়া লকডাউনের ব্যবস্থা করা হয়েছে । তারপরও অনেকে অপ্রয়োজনে বেরিয়ে পড়ছেন রাস্তায় । তাই এবার ফের কড়া ব্যবস্থা নিতে শুরু করল কলকাতা পুলিশ । গতকালই লকডাউন ভাঙায় গ্রেপ্তার করা হয় অনেককে ।

বারবার পুলিশের তরফে দেওয়া হচ্ছে সতর্কবার্তা । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । কিন্তু তারপরও একাধিক জায়গায় কন্টেনমেন্ট জ়োনের বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েছেন ।

লকডাউনে শহর জুড়ে চলছে নাকা চেকিং । সেই সূত্রে চেক করা হচ্ছে সব গাড়ি এবং বাইক আরোহীদের । দেখা হচ্ছে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাঁরা । পাশাপাশি দেখা হচ্ছে মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন কি না । মাস্ক না পরার জন্য গতকাল গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে । মোট চারটি গাড়ি সিজ় করা হয়েছে । লকডাউন না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 169জনকে ।

কলকাতা, 21 জুলাই : রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে গতকালই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব । তারপরই আরও কড়া পদক্ষেপ করতে দেখা গেল কলকাতা পুলিশকে । লকডাউন ভাঙায় কলকাতায় গ্রেপ্তার করা হল 185 জনকে । মাস্ক না পরায় গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে ।

কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে । এই মুহূর্তে প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা । সংক্রমণ ঠেকাতে কন্টেনমেন্ট জ়োনগুলিতে কড়া লকডাউনের ব্যবস্থা করা হয়েছে । তারপরও অনেকে অপ্রয়োজনে বেরিয়ে পড়ছেন রাস্তায় । তাই এবার ফের কড়া ব্যবস্থা নিতে শুরু করল কলকাতা পুলিশ । গতকালই লকডাউন ভাঙায় গ্রেপ্তার করা হয় অনেককে ।

বারবার পুলিশের তরফে দেওয়া হচ্ছে সতর্কবার্তা । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । কিন্তু তারপরও একাধিক জায়গায় কন্টেনমেন্ট জ়োনের বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েছেন ।

লকডাউনে শহর জুড়ে চলছে নাকা চেকিং । সেই সূত্রে চেক করা হচ্ছে সব গাড়ি এবং বাইক আরোহীদের । দেখা হচ্ছে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাঁরা । পাশাপাশি দেখা হচ্ছে মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন কি না । মাস্ক না পরার জন্য গতকাল গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে । মোট চারটি গাড়ি সিজ় করা হয়েছে । লকডাউন না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 169জনকে ।

Last Updated : Jul 21, 2020, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.