ETV Bharat / state

যশে রাজ্যের 14 জেলায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা - যশ

ঘূর্ণিঝড় যশের পর রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ জানালেন, রাজ্যের 14টি জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে ৷

বিদ্যুৎ ভবনে মন্ত্রী অরূপ বিশ্বাস ৷
বিদ্যুৎ ভবনে মন্ত্রী অরূপ বিশ্বাস ৷
author img

By

Published : May 27, 2021, 12:15 AM IST

কলকাতা, 26 মে : সুপার সাইক্লোনে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজ সারাদিনে যা যা পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে বিদ্যুৎ ভবনে বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । জানালেন, রাজ্যের 14টি জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে ৷ সেগুলি হল মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা ৷

অরূপ বিশ্বাস জানান, ঝড়বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জলমগ্ন হয়েছে । আগামী 72 ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে বিদ্যুৎ দফতর । কোভিড পরিস্থিতিতে যাতে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছিল বুধবার সারাদিন ধরে । এই বিষয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে আগেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল ।

বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস ৷

এছাড়াও বিভিন্ন জেলায় কর্মরত বিদ্যুৎ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতি কিছুটা সামলে গেলেই ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য ৷ পাশাপাশি কর্মীদের সতর্ক ও সাবধানে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : উপকূলে দিনভর প্রলয়লীলা সমুদ্র-দানবের, রেহাই পেল কলকাতা

কলকাতা, 26 মে : সুপার সাইক্লোনে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজ সারাদিনে যা যা পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে বিদ্যুৎ ভবনে বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । জানালেন, রাজ্যের 14টি জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে ৷ সেগুলি হল মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা ৷

অরূপ বিশ্বাস জানান, ঝড়বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জলমগ্ন হয়েছে । আগামী 72 ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে বিদ্যুৎ দফতর । কোভিড পরিস্থিতিতে যাতে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছিল বুধবার সারাদিন ধরে । এই বিষয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে আগেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল ।

বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস ৷

এছাড়াও বিভিন্ন জেলায় কর্মরত বিদ্যুৎ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতি কিছুটা সামলে গেলেই ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য ৷ পাশাপাশি কর্মীদের সতর্ক ও সাবধানে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : উপকূলে দিনভর প্রলয়লীলা সমুদ্র-দানবের, রেহাই পেল কলকাতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.