ETV Bharat / state

সল্টলেকে মহিলা কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় স্পা মালিকের পুলিশি হেফাজত - Female Worker Unnatural Death Case in Salt Lake

Female Worker Unnatural Death Case in Salt Lake: সল্টলেকে আয়ুর্বেদিক স্পায়ে মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় মালিক রজত হালদারের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ মৃতের স্বামীর অভিযোগের ভিত্তিতে স্পা মালিককে গতকালই গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 1:14 PM IST

Updated : Nov 24, 2023, 7:29 PM IST

সল্টলেকের স্পাতে মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মালিকের 14 দিনের জেল হেফাজত

সল্টলেক, 24 নভেম্বর: সল্টলেকের এডি ব্লকে স্পা কর্মী মহিলার অস্বাভাবিক মৃত্যুর মামলায় গ্রেফতার মালিক রজত হালদারকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ আজ অভিযুক্ত স্পা মালিককে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছিল ৷ বৃহস্পতিবার দুপুরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্পায়ের ভিতর থেকে ৷ সেই ঘটনায় মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্পায়ের মালিক রজত হালদারকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, স্পায়ের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ ওই সময় স্পায়ে কারা এসেছিলেন, কারা বেরিয়েছেন ? ঘটনার সময় কারা উপস্থিত ছিলেন ? স্পায়ের ভিতরে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিনা, এমন নানান বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ সেই সঙ্গে স্পায়ের অন্যান্য কর্মী এবং সেখানকার গ্রাহকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ জানা গিয়েছে, গতকাল ঘটনার আগে মৃত মাধবী মণ্ডলের মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা মাধবী মণ্ডল এফডি ব্লকের ওই আয়ুর্বেদিক স্পাতে কাজ করতেন ৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সকালে কাজে যোগ দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, দুপুরে মহিলার স্বামী মুরারী মণ্ডলের কাছে স্পা মালিক রজত হালদারের ফোন আসে ৷ তিনি জানান, মাধবী মণ্ডল অসুস্থ হয়ে পড়েছেন, তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ মুরারী দ্রুত হাসপাতালে পৌঁছান ৷ সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ এমনকি তাঁর স্ত্রীর দেহের অবস্থা ভয়াবহ ছিল বলে অভিযোগ করেছেন মুরারী মণ্ডল ৷

এরপর পুলিশ তাঁকে জানান, ঝুলন্ত অবস্থায় স্পায়ের ভিতর থেকে মাধবী মণ্ডলের দেহ উদ্ধার হয়েছিল ৷ তবে, মুরারী মণ্ডলের অভিযোগ তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে ৷ আর এর পিছনে স্পায়ের মালিক জড়িত ৷ কিন্তু, কীসের ভিত্তিতে তিনি এই অভিযোগ আনছেন ? মৃতের স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীর উপর মানসিক অত্যাচার করতেন রজত হালদার ৷ এই মানসিক অত্যাচারের বিষয়টি মহিলা বাড়িতেও জানিয়েছিলেন ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. প্রকাশ্য রাস্তায় যুবককে কোপ! ধারালো অস্ত্র রেখেই চম্পট দিল অভিযুক্ত
  2. সম্পত্তি লিখে দেননি বাবা, চোখ উপড়ে নিয়ে 9 বছরের জেল ছেলের
  3. স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মঘাতী ব্যবসায়ী, বন্ধ ঘর থেকে উদ্ধার 4 জনের পচা-গলা দেহ!

সল্টলেকের স্পাতে মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মালিকের 14 দিনের জেল হেফাজত

সল্টলেক, 24 নভেম্বর: সল্টলেকের এডি ব্লকে স্পা কর্মী মহিলার অস্বাভাবিক মৃত্যুর মামলায় গ্রেফতার মালিক রজত হালদারকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ আজ অভিযুক্ত স্পা মালিককে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছিল ৷ বৃহস্পতিবার দুপুরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্পায়ের ভিতর থেকে ৷ সেই ঘটনায় মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্পায়ের মালিক রজত হালদারকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, স্পায়ের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ ওই সময় স্পায়ে কারা এসেছিলেন, কারা বেরিয়েছেন ? ঘটনার সময় কারা উপস্থিত ছিলেন ? স্পায়ের ভিতরে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিনা, এমন নানান বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ সেই সঙ্গে স্পায়ের অন্যান্য কর্মী এবং সেখানকার গ্রাহকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ জানা গিয়েছে, গতকাল ঘটনার আগে মৃত মাধবী মণ্ডলের মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা মাধবী মণ্ডল এফডি ব্লকের ওই আয়ুর্বেদিক স্পাতে কাজ করতেন ৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সকালে কাজে যোগ দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, দুপুরে মহিলার স্বামী মুরারী মণ্ডলের কাছে স্পা মালিক রজত হালদারের ফোন আসে ৷ তিনি জানান, মাধবী মণ্ডল অসুস্থ হয়ে পড়েছেন, তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ মুরারী দ্রুত হাসপাতালে পৌঁছান ৷ সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ এমনকি তাঁর স্ত্রীর দেহের অবস্থা ভয়াবহ ছিল বলে অভিযোগ করেছেন মুরারী মণ্ডল ৷

এরপর পুলিশ তাঁকে জানান, ঝুলন্ত অবস্থায় স্পায়ের ভিতর থেকে মাধবী মণ্ডলের দেহ উদ্ধার হয়েছিল ৷ তবে, মুরারী মণ্ডলের অভিযোগ তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে ৷ আর এর পিছনে স্পায়ের মালিক জড়িত ৷ কিন্তু, কীসের ভিত্তিতে তিনি এই অভিযোগ আনছেন ? মৃতের স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীর উপর মানসিক অত্যাচার করতেন রজত হালদার ৷ এই মানসিক অত্যাচারের বিষয়টি মহিলা বাড়িতেও জানিয়েছিলেন ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. প্রকাশ্য রাস্তায় যুবককে কোপ! ধারালো অস্ত্র রেখেই চম্পট দিল অভিযুক্ত
  2. সম্পত্তি লিখে দেননি বাবা, চোখ উপড়ে নিয়ে 9 বছরের জেল ছেলের
  3. স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মঘাতী ব্যবসায়ী, বন্ধ ঘর থেকে উদ্ধার 4 জনের পচা-গলা দেহ!
Last Updated : Nov 24, 2023, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.