কলকাতা, 24 জুলাই : পুজোর আগেই শূন্যপদে নিয়োগ কলকাতায় পৌরনিগমে । খুব তাড়াতাড়ি কলকাতা পৌরনিগমের 1300 শূন্যপদে নিয়োগ হতে চলেছে । আজ মেয়র ফিরহাদ হাকিম একথা ঘোষণা করেন ।
ফিরহাদ হাকিম বলেন, "অনেকদিন ধরে কলকাতা পৌরনিগমে একাধিক শূন্যপদ রয়েছে ৷ ড্রাইভার, সাফাই কর্মী, কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগ ইত্যাদি নানা জায়গায় যেখানে প্রোমোশন সম্ভব সেখানে প্রোমোশন করা হবে এবং যেগুলি শূন্যপদ রয়েছে সেখানে সরাসরি নিয়োগ করা হবে ৷ প্রায় 1300 শূন্যপদে নিয়োগ হবে ৷ 15 অগাস্টের পর শুরু হবে নিয়োগ । আপাতত এই পদগুলিতে কয়েকজন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে ৷" প্রোমোশন সংক্রান্ত সমস্যা নিয়েও আজ মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । এই বিষয়ে, ফিরহাদ বলেন, "অনেকে প্রোমোশন নিয়ে একই বিভাগে থেকে যাচ্ছেন ৷ এটা না করলে কাজের গতি বাড়বে না ৷ নাহলে এক একজন একই জায়গায় 35 বছর থেকে যাবেন ৷"
কলকাতাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে মেয়রকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কর্মীর অভাবে সেই কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছিল না । কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় খালি পড়ে আছে প্রায় 3500 পদ । আপাতত 1300 পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম । মেয়র জানিয়েছেন, যতদিন না কর্মী নিয়োগ হচ্ছে ততদিন অস্থায়ী চুক্তিবদ্ধ কর্মীদের নিয়োগ করে কাজ চালানো হবে ।