ETV Bharat / state

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 127, মৃত 4 - Kolkata

গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 127 জন । সব মিলিয়ে এখন রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি । অন্যদিকে, গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চার জন ।

127 people tested positive for corona virus in last 24 hours
কলকাতা
author img

By

Published : May 24, 2020, 12:38 AM IST

কলকাতা , 23 মে : একদিনে রাজ্যে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন 127 জন । এ নিয়ে রাজ্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল 3459-এ । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চারজন ।

রাজ্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 127 জন । সব মিলিয়ে এখন রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি । অন্যদিকে , মৃতের সংখ্যাও ক্রমবর্ধমান ।গত 24 ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 197 জন-এ ।

অন্যদিকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 60 জন । রাজ্যে মোট সুস্থ উঠেছেন 1281 জন । বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1909 । রাজ্যে কোরোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার 37 . 03 শতাংশ ।

কোরোনা ভাইরাস নির্ণয়ের জন্য আজ মোট 9009টি নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ পর্যন্ত রাজ্যে মোট 1,29,608 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

কলকাতা , 23 মে : একদিনে রাজ্যে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন 127 জন । এ নিয়ে রাজ্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল 3459-এ । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চারজন ।

রাজ্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 127 জন । সব মিলিয়ে এখন রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি । অন্যদিকে , মৃতের সংখ্যাও ক্রমবর্ধমান ।গত 24 ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 197 জন-এ ।

অন্যদিকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 60 জন । রাজ্যে মোট সুস্থ উঠেছেন 1281 জন । বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1909 । রাজ্যে কোরোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার 37 . 03 শতাংশ ।

কোরোনা ভাইরাস নির্ণয়ের জন্য আজ মোট 9009টি নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ পর্যন্ত রাজ্যে মোট 1,29,608 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.