কলকাতা, 13মে : গুজরাতে আটকে বাংলার 12 জন পড়ুয়া । তবে ই-পাসের জন্য বারবার চেষ্টা করেও কোনও লাভ হয়নি । ই-পাস সার্ভিস অ্যাপ বা ডিজিটাল আরোগ্য সেতু কোনওটাই কাজ করছে না বলে অভিযোগ করেন তাঁরা । বারবার গুজরাত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মিলছে না । কবে নিজের রাজ্যে ফিরতে পারবেন তা নিয়ে হতাশায় পড়ুয়ারা ।
10 জানুয়ারি দুর্গাপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের 12জন পড়ুয়া প্রশিক্ষণের জন্য গুজরাত যান । বাড়ি ফেরার কথা থাকলেও লকডাউনে প্রশিক্ষণ সেন্টারেই আটকে পড়েছেন তাঁরা । তৃতীয় দফার লকডাউন জারি হওয়ার পরে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, চিকিৎসার জন্য যাওয়া ব্যক্তি এবং পড়ুয়াসহ আটকে পড়া অন্যান্য মানুষকেও রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ।
পশ্চিমবঙ্গে ফেরার জন্য আশার আলো দেখতে শুরু করেছেন গুজরাতে আটকে থাকা পড়ুয়ারা । এরপর গুজরাত প্রশাসনের সঙ্গে এক্সিট পাশের জন্য যোগাযোগ করতে শুরু করেন তাঁরা । ই-পাস সার্ভিস অ্যাপের মাধ্যমে আবেদন করার চেষ্টা করেন । কিন্তু গুজরাত প্রশাসনের ই-পাস সার্ভিস অ্যাপ কোনও কাজ করছে না বলে অভিযোগ করলেন পড়ুয়ারা ।
চরম হতাশায় দিন গুনছেন 12জন পড়ুয়া । আটকে থাকা পড়ুয়া দিব্যেন্দু দোগ্রা বলেন, "ই-পাস বা ডিজিটাল গুজরাত আরোগ্য সেতু কোনওটাই কাজ করছে না । হাতের পয়সা শেষ হয়ে এসেছে । থাকা ও খাওয়া দাওয়ার সমস্যা নিয়ে চরম সংকটের মধ্যে রয়েছি । এর থেকে মুক্তি চাইছি । রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি । ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করছি ।"