কলকাতা, 31 মে : নিষিদ্ধ করা হয়েছে চিনা মাঞ্জা । তারপরেও একাধিক জায়গায় তা বিক্রি হয় । আর সেই মাঞ্জার জেরে মৃত্যুও হয়েছে অনেকের । আজ এই নিষিদ্ধ মাঞ্জা বিক্রির অভিযোগ 12 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ।
এই চিনা মাঞ্জাকে কেন্দ্র করে দেশে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে । তার জেরে 2016 সালে এই চিনা মাঞ্জার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে জাতীয় পরিবেশ আদালত । কলকাতা পুলিশের তরফে সেই নিষেধাজ্ঞার কথা জানানো হয় ঘুড়ির সুতো বিক্রেতাদের জানানো হয় । কিন্তু তারপরেও এই মাঞ্জা বিক্রি বন্ধ হয়নি । তার প্রমাণ এই মাঞ্জাতেই গলা কেটে 16 মে মা ফ্লাইওভারে 40 বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয় । ওই দিন ওই ব্যক্তি মা ফ্লাইওভার দিয়ে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন । তখনই আচমকা ওই মাঞ্জা জড়িয়ে গিয়ে গলা কেটে যায় । বাইক থেকে পড়ে যান তিনি । আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
এই ঘটনার পরই সক্রিয় হয় কলকাতা পুলিশ । তিলজলা, তপসিয়া, কড়েয়া, বেনিায়পুকুর এলাকায় রীতিমতো চিরুনি তল্লাশি চালায় । চিনা মাঞ্জা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় 12 জনকে । তাদের কাছ থেকেই উদ্ধার হয় 139 লাটাই চিনা মাঞ্জা ।