কলকাতা, 2 জানুয়ারি : যাহা নবান্ন তাহাই ছাপ্পান্ন। চাই কাজ ও শিক্ষা সবার জন্য। শিক্ষা দাও, চাকরি দাও, হাল ফেরাও- এই দাবিগুলিকে সামনে রেখে 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্যের সবকটি বাম ছাত্র-যুব সংগঠন ৷
তবে, এবারের নবান্ন অভিযানের নামকরণ করা হয়েছে "নবান্ন চলো"। ডিওয়াইএফআইয়ের রাজ্য স্তরের নেতা সায়নদীপ মিত্র বলেন, "সরকার বদলাতে এবার নবান্ন অভিযান।" ওই দিন তৃণমূল সরকারকে রিলিজ অর্ডারও দেওয়া হবে বলে জানিয়েছেন সায়নদীপ মিত্র ৷ বাম ছাত্র সংগঠনগুলির তরফে জানা গিয়েছে, ওইদিন কলেজ স্ট্রিটে প্রথমে জমায়েত হবে ৷ সেখান থেকে বেলা 12টা নাগাদ নবান্ন অভিমুখে রওনা দেবে ছাত্ররা।
আরও পড়ুন :বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার
বাম ছাত্র সংগঠনগুলি ছাড়াও এই অভিযানে তৃণমূল এবং বিজেপি বিরোধী সকল ছাত্র-যুব সংগঠনগুলিকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে । নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির সামনে শ্রদ্ধা জানিয়ে শুরু হবে নবান্ন অভিযান ।
আরও পড়ুন :বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে অশান্তি, জলকামান-কাঁদানে গ্যাস
প্রসঙ্গত, 2019-এর 12 এবং 13 সেপ্টেম্বর এই দশটি বাম ছাত্র-যুব সংগঠন সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করেছিল। সেদিন মুখ্যমন্ত্রীকে হলুদ কার্ড দেখিয়ে এসেছিলেন ছাত্র প্রতিনিধিরা। মিছিলে চলেছিল পুলিশের লাঠি এবং বেপরোয়া কাঁদানে গ্যাস। আহত হয়েছিলেন একাধিক ছাত্র । শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ ও পরিস্থিতি এবং সকলের জন্য শিক্ষার দাবিতে ফের একবার নবান্ন অভিযান করবে সবকটি বাম ছাত্র-যুব সংগঠন। তৃণমূল, বিজেপিকে পরাস্ত করার জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলিকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান হবে বলেও জানা গিয়েছে ।