কলকাতা, 27 মে : কলকাতার মধ্যে এ যেন এক সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি অংশ কলকাতা পৌরমিগমের 108 নম্বর ওয়ার্ডের নোরতলা ৷ যেখানে প্রায় 15-16টি পরিবার বিদ্যুৎবিহীন দিন যাপন করছিলেন 50 বছর ধরে ৷ অবশেষে ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের তত্ত্বাবধানে আজ, শুক্রবার বিদ্যুৎ সংযোগ পেলেন এলাকাবাসী (108 ward of kolkata Corporation) ৷
ভোট আসে ভোট যায় ৷ একাধিক নেতামন্ত্রীকে জানিয়েও ঘরে বিদ্যুৎ আসেনি নোরতলার 15-16টি বাসিন্দার ৷ 20 বছর আগে এলাকায় আলোকস্তম্ভ বসলেও বাসিন্দাদের ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছয়নি ৷ এই আলোক স্তম্ভের আলো ছিল এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার ভরসা । অবশেষে সমস্যা সমাধানে এগিয়ে এলেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৷ কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে তুলে ধরলেন এই সমস্যার কথা ৷ তখনই মেয়র আশ্বাস দিয়ে ছিলেন বিদ্যুৎ সংযোগের ৷ দফায় দফায় বৈঠক হয়েছে বিদ্যুৎ দফতরের সঙ্গে ৷ অবশেষে আজ বিদ্যুৎ সংযোগ পেলেন এই এলাকার বাসিন্দারা ৷ স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে আজ আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে ।
আরও পড়ুন : Cultivation in Berhampore : স্নাতকোত্তর পাঠ ছেড়ে চাষ করে এখন 'আইকন' মৌসুমী
বাদল মুন্ডা বলেন, ‘‘50 বছর ধরে বিদ্যুৎ সংযোগ ছিল না । বহু মন্ত্রী, নেতা, কাউন্সিলরকে বলেও লাভ হয়নি। কেউ বিদ্যুৎ দিতে পারেনি। অবশেষে আমাদের 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি আমাদের আশ্বাস দিয়েদিলেন বিদ্যুৎ পৌঁছে দেওয়ার । তিনি কথা রেখেছেন । আজ বিদ্যুতের লাইন দিল।’’ আরও এক বাসিন্দা সুপর্ণা মুন্ডা বলেন, ‘‘জন্ম থেকে বিদ্যুৎ পাইনি। আজ আসেছে । খুব খুশি আমরা । আনন্দ হচ্ছে । এত দিন খুব কষ্ট হয়েছে। রাস্তার পোস্টের আলোয় পড়াশুনা করেছি। ’’