ETV Bharat / state

রাজ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে 100 দিনের কাজ - নবান্নের ঘোষণা

মার্চের মাঝামাঝি সময় থেকেই 54 লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় রয়েছেন । পরিবার নিয়ে তাঁরা যথেষ্ট সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন ।

100 day work
একশো দিনের কাজ
author img

By

Published : Apr 19, 2020, 3:10 PM IST

কলকাতা, 19 এপ্রিল: আগামীকাল থেকে লকডাউনের কিছু কিছু বিষয় শিথিল করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী । হটস্পট নয় এমন গ্রামে নির্মাণকাজে বাধা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার । সেই সূত্র ধরেই আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে 100 দিনের কাজ । ইতিমধ্যেই নবান্নর তরফে বিভিন্ন জেলায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ।

লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন একশ্রেণির মানুষ । তাঁদের মধ্যে রয়েছেন 100 দিনের কাজের শ্রমিকরা । সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব রাজেশ ভূষণ ভিডিয়ো কনফারেন্স করে জানিয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রক যে এলাকাগুলিকে হটস্পট এবং ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছে সেগুলি বাদ দিয়ে গ্রিন জ়োনের মধ্যে থাকা এলাকাগুলিতে 100 দিনের কাজ করানো যাবে । কিন্তু যে এলাকাগুলি সিল করা হয়েছে সেখানে কোনওভাবেই এই কাজ করানো যাবে না ।

নবান্ন সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক যোজনা, বাংলা আবাস যোজনাসহ একাধিক প্রকল্পের কাজ 100 দিনের কাজের মাধ্যমে করানো হয় । সেই কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে । সরকারি তথ্য বলছে, মার্চের মাঝামাঝি সময় থেকেই 54 লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় রয়েছেন । পরিবার নিয়ে তাঁরা যথেষ্ট সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন । নবান্নর তরফে যে নির্দেশিকা জেলায় গেছে তাতে বলা হয়েছে, 100 দিনের কাজ শুরু হলেও শ্রমিকদের মাস্ক পরেই কাজ করতে হবে । মানতে হবে সামাজিক দূরত্ব । কোরোনার জেরে যে সমস্ত প্রোটোকল সরকার লাগু করেছে তা মানতে হবে । শ্রমিকদের পরিচ্ছন্নতার দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের । বাইরের মানুষজনকে ওইসব এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না । শুধুমাত্র স্থানীয় শ্রমিকদের দিয়েই কাজ করাতে হবে ।

বাংলা আবাস যোজনায় 2019-20 সালের মধ্যে 10 লাখ 83 হাজার বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল । সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি । রাজ‍্যে 9 লাখ 80 হাজার বাড়ি তৈরি হয়েছে বলে জানা গেছে । লকডাউনের জেরে কাজ স্তব্ধ হয়ে গেছিল । কত দ্রুত সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায় সেই বিষয়ে চেষ্টা করতে বলা হয়েছে নবান্নর তরফে । তবে কোনওভাবেই সুরক্ষার সঙ্গে আপোস করা যাবে না ।

কলকাতা, 19 এপ্রিল: আগামীকাল থেকে লকডাউনের কিছু কিছু বিষয় শিথিল করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী । হটস্পট নয় এমন গ্রামে নির্মাণকাজে বাধা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার । সেই সূত্র ধরেই আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে 100 দিনের কাজ । ইতিমধ্যেই নবান্নর তরফে বিভিন্ন জেলায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ।

লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন একশ্রেণির মানুষ । তাঁদের মধ্যে রয়েছেন 100 দিনের কাজের শ্রমিকরা । সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব রাজেশ ভূষণ ভিডিয়ো কনফারেন্স করে জানিয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রক যে এলাকাগুলিকে হটস্পট এবং ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছে সেগুলি বাদ দিয়ে গ্রিন জ়োনের মধ্যে থাকা এলাকাগুলিতে 100 দিনের কাজ করানো যাবে । কিন্তু যে এলাকাগুলি সিল করা হয়েছে সেখানে কোনওভাবেই এই কাজ করানো যাবে না ।

নবান্ন সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক যোজনা, বাংলা আবাস যোজনাসহ একাধিক প্রকল্পের কাজ 100 দিনের কাজের মাধ্যমে করানো হয় । সেই কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে । সরকারি তথ্য বলছে, মার্চের মাঝামাঝি সময় থেকেই 54 লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় রয়েছেন । পরিবার নিয়ে তাঁরা যথেষ্ট সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন । নবান্নর তরফে যে নির্দেশিকা জেলায় গেছে তাতে বলা হয়েছে, 100 দিনের কাজ শুরু হলেও শ্রমিকদের মাস্ক পরেই কাজ করতে হবে । মানতে হবে সামাজিক দূরত্ব । কোরোনার জেরে যে সমস্ত প্রোটোকল সরকার লাগু করেছে তা মানতে হবে । শ্রমিকদের পরিচ্ছন্নতার দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের । বাইরের মানুষজনকে ওইসব এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না । শুধুমাত্র স্থানীয় শ্রমিকদের দিয়েই কাজ করাতে হবে ।

বাংলা আবাস যোজনায় 2019-20 সালের মধ্যে 10 লাখ 83 হাজার বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল । সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি । রাজ‍্যে 9 লাখ 80 হাজার বাড়ি তৈরি হয়েছে বলে জানা গেছে । লকডাউনের জেরে কাজ স্তব্ধ হয়ে গেছিল । কত দ্রুত সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায় সেই বিষয়ে চেষ্টা করতে বলা হয়েছে নবান্নর তরফে । তবে কোনওভাবেই সুরক্ষার সঙ্গে আপোস করা যাবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.