কলকাতা, 15 জুলাই : রাজ্যে আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 10 শতাংশ সংরক্ষণ (জেনেরাল ক্যাটেগরি) চালু করল রাজ্য সরকার । আজ মুখ্যসচিব মলয় দে এই নির্দেশিকা জারি করেন । কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বিধানসভায় এই সংরক্ষণের বিষয়টি সামনে আনেন । তারপর আজ নির্দেশিকা জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংরক্ষণ চালু হয় । এই নির্দেশিকার জানানো হয়েছে, সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা মিলবে । যারা SC, ST, বা OBC সংরক্ষণের সুবিধা পান না তাঁদের জন্য এই সিদ্ধান্ত । কারা সংরক্ষণের আওতায় এল তাও জানিয়েছে প্রশাসন ।
বিধানসভায় গত ক্যাবিনেট বৈঠকে এই সংরক্ষণ পদ্ধতি চালুর প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী । পরে এই সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেদিন তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নিয়েছে, তা ঐতিহাসিক । এই সংরক্ষণ কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন যারা তাঁদের জন্য ।"
যে নোটিফিকেশন আজ জারি হয়েছে তাতে বলা হয়েছে, যাদের পাঁচ একর বা তার বেশি জমি রয়েছে তাঁরা এই সংরক্ষণের আওতায় আসবেন না ।
কারা আসবেন সংরক্ষণের আওতায় ?
- যাদের বার্ষিক আয় 8 লাখ পর্যন্ত
- 5 একরের কম জমি আছে
- 1000 স্কয়্যার ফিট পর্যন্ত ফ্ল্যাট আছে
- পৌর এলাকায় বসতবাড়ি 100 বর্গগজের কম হতে হবে
- পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে হতে হবে 200 বর্গগজ
সংশ্লিষ্ট ব্যক্তি আর্থিকভাবে পিছিয়ে পড়া কি না তা খতিয়ে দেখবেন জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক বা SDO । কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখবেন DWO ।
এবছর গোড়ার দিকে সরকার আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ নীতি ঘোষণা করে । সেখানে অবশ্য SC, ST, বা OBC-দের বাদ রাখা হয়নি বলে দাবি করে রাজ্য সরকার । সেই জায়গা থেকে এই সংরক্ষণ নীতি আলাদা বলে জানাচ্ছে নবান্ন ।