ETV Bharat / state

রাজ্যের মন্ত্রীর BJP-যোগের জল্পনা, নাড্ডার তলবে দিল্লিতে দিলীপ-মুকুল - অমিত শাহ

BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তলব পেয়ে দিল্লি গেলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা ।

BJP leaders meet in Delhi
দিল্লির বৈঠকে ডাক বঙ্গ BJP-র
author img

By

Published : Nov 9, 2020, 11:27 AM IST

Updated : Nov 9, 2020, 11:33 AM IST

কলকাতা, 9 নভেম্বর : অমিত শাহর রাজ্য সফরের পরই দিল্লি গেলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা । দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তলব পেয়েই তাঁদের এই দিল্লি সফর । সেখানে 2021-এর আগে রাজ্যের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে । এছাড়াও 10 তৃণমূল বিধায়কের যোগদান নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর ।

আজ সকালে দিল্লির উদ্দেশে রওনা দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল রাতেই দিল্লি পৌঁছেছেন মুকুল রায় ও সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী ।

নাড্ডার তলবে দিল্লিতে দিলীপ-মুকুল

BJP সূত্রে খবর, রাজ্যের এক মন্ত্রী BJP-তে যোগ দিতে চাইছেন । দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরেই তাঁর যোগদানের কথা । তিনি যে শর্ত দিয়েছেন তা নাকি মেনেও নিয়েছেন অমিত শাহ । আর সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দিল্লিতে রাজ্য BJP নেতৃত্বেকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর ।

আজ দিল্লি যাওয়ার সময় দিলীপবাবু বলেন, "আপনারা জানেন অমিত শাহ বাংলায় এসেছিলেন । তিনি আসাতে রাজনৈতিক মহলে বড় ধামাকা হয়ে গেছে । স্বাভাবিকভাবেই নতুন পরিস্থিতিতে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং রূপরেখা তৈরি করার জন্যই সাংগঠনিক বৈঠক ডেকেছেন । তৃণমূলের নিজেদের মধ্যে অনেক সমস্যা । সেই সব সমাধানের চেষ্টা করুক । আমরা বাংলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করব ।"

কলকাতা, 9 নভেম্বর : অমিত শাহর রাজ্য সফরের পরই দিল্লি গেলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা । দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তলব পেয়েই তাঁদের এই দিল্লি সফর । সেখানে 2021-এর আগে রাজ্যের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে । এছাড়াও 10 তৃণমূল বিধায়কের যোগদান নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর ।

আজ সকালে দিল্লির উদ্দেশে রওনা দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল রাতেই দিল্লি পৌঁছেছেন মুকুল রায় ও সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী ।

নাড্ডার তলবে দিল্লিতে দিলীপ-মুকুল

BJP সূত্রে খবর, রাজ্যের এক মন্ত্রী BJP-তে যোগ দিতে চাইছেন । দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরেই তাঁর যোগদানের কথা । তিনি যে শর্ত দিয়েছেন তা নাকি মেনেও নিয়েছেন অমিত শাহ । আর সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দিল্লিতে রাজ্য BJP নেতৃত্বেকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর ।

আজ দিল্লি যাওয়ার সময় দিলীপবাবু বলেন, "আপনারা জানেন অমিত শাহ বাংলায় এসেছিলেন । তিনি আসাতে রাজনৈতিক মহলে বড় ধামাকা হয়ে গেছে । স্বাভাবিকভাবেই নতুন পরিস্থিতিতে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং রূপরেখা তৈরি করার জন্যই সাংগঠনিক বৈঠক ডেকেছেন । তৃণমূলের নিজেদের মধ্যে অনেক সমস্যা । সেই সব সমাধানের চেষ্টা করুক । আমরা বাংলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করব ।"

Last Updated : Nov 9, 2020, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.