ETV Bharat / state

Bank Fraud in Salt Lake: ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক মোবাইল নম্বর বদলে 10 লক্ষ টাকার প্রতারণা

ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর বদলে দিল প্রতারক ৷ তার পর অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা গায়েব (10 lakh Rupees Fraud by Changing Phone Number Linked to Bank Account in Salt Lake) ৷ সল্টলেকে একটি বেসরকারি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটেছে ৷ বিধাননগর সাইবার ক্রাইম থানা অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

10 lakh Rupees Fraud by Changing Phone Number Linked to Bank Account in Salt Lake ETV BHARAT
10 lakh Rupees Fraud by Changing Phone Number Linked to Bank Account in Salt Lake
author img

By

Published : Dec 18, 2022, 8:24 PM IST

বিধাননগর, 18 ডিসেম্বর: প্রতারণার নতুন কৌশল ৷ একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর পরিবর্তন করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল (10 lakh Rupees Fraud by Changing Phone Number Linked to Bank Account in Salt Lake) ৷ সল্টলেক একে ব্লকের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা ৷ প্রায় 10 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছিল ৷

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের একে ব্লকের বাসিন্দা এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তিনি জানান, ওই ব্যক্তি ইমেল এর মাধ্যমে জানতে পারেন, তাঁর ব্যাংক অ্য়াকাউন্ট থেকে 10 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ৷ কিন্তু, ওই বেসরকারি ব্যাংক অ্য়াকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে কোনও মেসেজ আসেনি ৷ অভিযোগ পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে ৷ যে ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে সেই টাকা ট্রান্সফার হয়েছিল, তার খোঁজ করেন তদন্তকারীরা ৷

সাইবার থানার পুলিশ সেই অ্যাকাউন্ট যাঁর নামে ছিল, সেই মিঠুন বিশ্বাসকে গ্রেফতার করে ৷ মিঠুন বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে অবাক করা তথ্য জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা ৷ মিঠুন বিশ্বাস পুলিশকে জানান, তিনি তাঁর ব্যাংক অ্যাকাউন্ট হর্ষ কুমার যাদব নামে এক ব্যক্তিকে ব্যবহার করতে দিয়েছিলেন ৷ হর্ষ কুমার যাদবই ব্যাংক জালিয়াতি করে সল্টলেকেরওই বাসিন্দার অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা গায়েব করে দিয়েছে ৷ পরবর্তী সময়ে বিহারের ধানবাদের বাসিন্দা হর্ষ কুমার যাদবকে পুলিশ নৈহাটি থেকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: আবারও সক্রিয় জামতারা গ্যাং! ব্যাংক কর্মী পরিচয় দিয়ে 2 লাখ টাকা লুঠ

নৈহাটিতে ঘাঁটি গেড়েছিল হর্ষ কুমার যাদব ৷ পুলিশ জানতে পেরেছে এর সঙ্গে আরও অনেক যুক্ত ৷ মূলত একটি প্রতারণা চক্র চালানো হয় ৷ ধৃতের কাছ থেকে 5টি সিম কার্ড, একটি ফোন, ডেবিট কার্ড-সহ একাধিক জিনিস উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

বিধাননগর, 18 ডিসেম্বর: প্রতারণার নতুন কৌশল ৷ একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর পরিবর্তন করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল (10 lakh Rupees Fraud by Changing Phone Number Linked to Bank Account in Salt Lake) ৷ সল্টলেক একে ব্লকের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা ৷ প্রায় 10 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছিল ৷

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের একে ব্লকের বাসিন্দা এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তিনি জানান, ওই ব্যক্তি ইমেল এর মাধ্যমে জানতে পারেন, তাঁর ব্যাংক অ্য়াকাউন্ট থেকে 10 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ৷ কিন্তু, ওই বেসরকারি ব্যাংক অ্য়াকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে কোনও মেসেজ আসেনি ৷ অভিযোগ পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে ৷ যে ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে সেই টাকা ট্রান্সফার হয়েছিল, তার খোঁজ করেন তদন্তকারীরা ৷

সাইবার থানার পুলিশ সেই অ্যাকাউন্ট যাঁর নামে ছিল, সেই মিঠুন বিশ্বাসকে গ্রেফতার করে ৷ মিঠুন বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে অবাক করা তথ্য জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা ৷ মিঠুন বিশ্বাস পুলিশকে জানান, তিনি তাঁর ব্যাংক অ্যাকাউন্ট হর্ষ কুমার যাদব নামে এক ব্যক্তিকে ব্যবহার করতে দিয়েছিলেন ৷ হর্ষ কুমার যাদবই ব্যাংক জালিয়াতি করে সল্টলেকেরওই বাসিন্দার অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা গায়েব করে দিয়েছে ৷ পরবর্তী সময়ে বিহারের ধানবাদের বাসিন্দা হর্ষ কুমার যাদবকে পুলিশ নৈহাটি থেকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: আবারও সক্রিয় জামতারা গ্যাং! ব্যাংক কর্মী পরিচয় দিয়ে 2 লাখ টাকা লুঠ

নৈহাটিতে ঘাঁটি গেড়েছিল হর্ষ কুমার যাদব ৷ পুলিশ জানতে পেরেছে এর সঙ্গে আরও অনেক যুক্ত ৷ মূলত একটি প্রতারণা চক্র চালানো হয় ৷ ধৃতের কাছ থেকে 5টি সিম কার্ড, একটি ফোন, ডেবিট কার্ড-সহ একাধিক জিনিস উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.