ETV Bharat / state

1 জুলাই অর্ধদিবস ছুটি রাজ্য সরকারি কর্মীদের - হাফ ছুটি

1 জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার । ওই দিন দুপুর দুটোয় রাজ্য সরকারের সমস্ত অফিস ছুটি হয়ে যাবে ।

বিধানচন্দ্র রায়
author img

By

Published : Jun 26, 2019, 6:39 PM IST

কলকাতা, 26 জুন : 1 জুলাই অর্ধদিবস ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা । জামাইষষ্ঠীর পর এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে (1 জুলাই) অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার । প্রসঙ্গত, বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস একই দিনে ।

25 জুন একটি নোটিশ ইশু করে রাজ্য সরকার । সেই নোটিশ অনুযায়ী জানানো হয়েছে, 1 জুলাই দুপুর দুটোয় রাজ্য সরকারের সমস্ত অফিস ছুটি হয়ে যাবে ।

তবে এই ছুটির আওতা থেকে বাদ রাখা হয়েছে কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিসগুলি ।

কলকাতা, 26 জুন : 1 জুলাই অর্ধদিবস ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা । জামাইষষ্ঠীর পর এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে (1 জুলাই) অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার । প্রসঙ্গত, বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস একই দিনে ।

25 জুন একটি নোটিশ ইশু করে রাজ্য সরকার । সেই নোটিশ অনুযায়ী জানানো হয়েছে, 1 জুলাই দুপুর দুটোয় রাজ্য সরকারের সমস্ত অফিস ছুটি হয়ে যাবে ।

তবে এই ছুটির আওতা থেকে বাদ রাখা হয়েছে কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিসগুলি ।

Intro:কলকাতা, ২৬ জুন: জামাইষষ্ঠীর জন্য এর আগে অর্ধদিবস ছুটি দিয়েছে রাজ্য সরকার। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস উপলক্ষে, আগামী পয়লা জুলাই অর্ধদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার।
Body:২৫ জুন ইস্যু করা রাজ্য সরকারের এক নির্দেশে জানানো হয়েছে, আগামী পয়লা জুলাই দুপুর দুটোয় রাজ্য সরকারি অফিস ছুটি হবে। তবে এই ছুটির আওতা থেকে বাদ রাখা হয়েছে কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স এবং কলকাতার কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউয়ের অফিসগুলি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে এই অর্ধ দিবসের ছুটির ঘোষণা করা হয়েছে। পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের একই সঙ্গে জন্ম এবং প্রয়ান দিবস।Conclusion:রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের এই ছুটির ঘোষণায়, স্বাভাবিক কারণেই বিভিন্ন অংশে খুশির হাওয়া দেখা দিয়েছে।

______

ডকুমেন্ট:

wb_kol_june 26 half day docu_7203421
সরকারি নির্দেশের পিডিএফ
___


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.