ETV Bharat / state

গলফগ্রিনে বহুতলের নিচে উদ্ধার যুবকের মৃতদেহ - যুবকের মৃতদেহ উদ্ধার

গলফগ্রিনে বহুতলের নিচ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই যুবক ৷

Suicide
আত্মহত্যা
author img

By

Published : Jan 29, 2020, 12:51 PM IST

যাদবপুর, 29 জানুয়ারি : সরস্বতী পুজোর ভোরে গলফগ্রিনে উদ্ধার যুবকের মৃতদেহ ৷ তাঁর নাম রাজর্ষি দাস ৷ আজ ভোরে ফেজ় এইট বি'র একটি আবাসনের নিচ থেকে রাজর্ষির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন রাজর্ষি ৷ প্রাথমিকভাবে যাদবপুর থানার পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন রাজর্ষি ৷

তখন ভোর সাড়ে চারটে ৷ ওই আবাসনের বাসিন্দারা একটি আওয়াজ পান ৷ বাইরে এসে দেখেন, বহুতলের নিচে পড়ে রয়েছে রাজর্ষির মৃতদেহ ৷ খবর দেওয়া হয় যাদবপুর থানার পুলিশকে ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তারা রক্তাক্ত দেহটি উদ্ধার করে এম এর বাঙুর হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, চিকিৎসকরা রাজর্ষিকে মৃত বলে ঘোষণা করেন ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে একাই থাকতেন রাজর্ষি ৷ ওঁর মা-বাবা নেই ৷ যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন রাজর্ষি ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷

যাদবপুর, 29 জানুয়ারি : সরস্বতী পুজোর ভোরে গলফগ্রিনে উদ্ধার যুবকের মৃতদেহ ৷ তাঁর নাম রাজর্ষি দাস ৷ আজ ভোরে ফেজ় এইট বি'র একটি আবাসনের নিচ থেকে রাজর্ষির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন রাজর্ষি ৷ প্রাথমিকভাবে যাদবপুর থানার পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন রাজর্ষি ৷

তখন ভোর সাড়ে চারটে ৷ ওই আবাসনের বাসিন্দারা একটি আওয়াজ পান ৷ বাইরে এসে দেখেন, বহুতলের নিচে পড়ে রয়েছে রাজর্ষির মৃতদেহ ৷ খবর দেওয়া হয় যাদবপুর থানার পুলিশকে ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তারা রক্তাক্ত দেহটি উদ্ধার করে এম এর বাঙুর হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, চিকিৎসকরা রাজর্ষিকে মৃত বলে ঘোষণা করেন ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে একাই থাকতেন রাজর্ষি ৷ ওঁর মা-বাবা নেই ৷ যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন রাজর্ষি ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷

Intro:কলকাতা 29 জানুয়ারি: সকাল থেকে আকাশের মুখ ভার। মন কেমনের পরিবেশ। গলফগ্রীন এলাকারও মন খারাপ। সূর্যের আলো ফোটার আগেই দেখতে হয়েছে রক্তাক্ত এক যুবককে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।



Body:
তখনো পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা মণ্ডপগুলোতে মাইকের আওয়াজ শুরু হয়নি। তখনো পঞ্চমী তিথির মহেন্দ্রক্ষণ শুরু হয়নি। মণ্ডপে মণ্ডপে কুচযুগ শোভিত দেবীর আরাধনাও শুরু হয়নি। তখন ভোর সাড়ে চারটে। গলফগ্রীনের ফেজ 4Bর বাসিন্দা রাজর্ষি দাশের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পাঁচতলা ওই আবাসনের বাশুন্ধারা একটু আগেই শুনেছেন জোরে আওয়াজ। তারপরেই শুরু হয় খোঁজাখুঁজি। দেখা যায় পড়ে রয়েছে রাজর্ষির রক্তাক্ত শরীর। তৎক্ষণাৎ ওই আবাসনের বাসিন্দারা খবর দেন যাদবপুর থানায়। পাশাপাশি তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


Conclusion:প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাতৃহীন যুবকের বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যা শুরু হয়েছিল। তার চিকিৎসা চলছিল। তবে এভাবে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিতে পারেন বোঝেননি কেউ। পুলিশ দেহের ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করেছে। এখনো পর্যন্ত কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.