কালিম্পং, 25 এপ্রিল: কোরোনা মোকাবিলায় কালিম্পঙে বসছে থার্মাল স্ক্যানার । আজ থেকে বসবে স্ক্যানারটি । তিন মাইলে বসানো হবে সেটি । সেই কারণে গতকাল এলাকা পরিদর্শন করেন GTA চেয়ারম্যান অনিত থাপা ।
COVID জ়িরো বলে কালিম্পংকে কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন GTA চেয়ারম্যান । কিন্তু তারপরও কালিম্পং নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র প্রতিনিধি দল পাঠায় । কেন্দ্রের উদ্বেগের তালিকায় থাকা এরাজ্যের 7 জেলার মধ্যে রয়েছে পাহাড়ি জেলা কালিম্পংও । এনিয়ে আগেই উষ্মা প্রকাশ করেন অনিত থাপা । কিন্তু নভেল কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই বন্ধ হয়নি তাঁর । কোরোনা মোকাবিলায় ডিজিটাল স্ক্রিনিংয়ের জন্য কালিম্পঙের তিন মাইলে আজ থেকে থার্মাল স্ক্যানার বসানো হবে ।
এর আগে GTA-র তরফে 22 এপ্রিল রোহিনী গেটে এই স্ক্যানার বসানো হয় । শিলিগুড়ি থেকে কার্সিয়াং হয়ে দার্জিলিং যাওয়া-আসার পথে রোহিনী গেটে ওই থার্মাল স্ক্যানারের পর এবার কালিম্পঙের তিন মাইলে এই স্ক্যানার । এই বিষয়ে কালিম্পং GTA-র বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার চূড়ামণি রাই জানান, স্ক্রিনিংয়ের জন্য যানবাহনের ভিড় হতে পারে । তাই জঙ্গলপথের ওই নির্জন এলাকাকে বেছে নেওয়া হয়েছে ।