শিলিগুড়ি, 25 অক্টোবর : তিনদিনের লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের জনজীবন ৷ একাধিক জায়গায় ধস নেমেছে 10নং জাতীয় সড়কে ৷ বারবার ধসের কারণে একদিকে যেমন পাহাড়ের ক্ষতি হচ্ছে ৷ তেমনি সমস্যায় পড়েছে সিকিম ৷ ধসের কারণে সিকিমকেও আর্থ সামাজিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ৷ সোমবার শিলিগুড়িতে একথা জানান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ৷ এদিন শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাকরির হরিমন্দিরে পুজো দিতে যান সিকিমের মুখ্যমন্ত্রী ৷ আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় সড়কে ধস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ।
উল্লেখ্য, সম্প্রতি তিনদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের প্রায় অধিকাংশ জায়গায় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ৷ কালিম্পংয়ের 10নং জাতীয় সড়কের একাধিক জায়গা যেমন শ্বেতিঝোড়া, 29 মাইল, বিরিকদাড়ায় ধস নেমেছে ৷ এমনকি শেষ বৃষ্টিতে বিরিকদাড়ায় 10নং জাতীয় সড়কের একটি বড় অংশ ধসে গিয়েছে ৷ আর তার জেরে দার্জিলিং থেকে সিকিমে যাতায়াতের প্রায় সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ যে রাস্তাগুলি খোলা রয়েছে, সেখান দিয়ে সিকিম পৌঁছাতে অতিরিক্ত 8-10 ঘণ্টা সময় লাগছে ৷ ফলে যাত্রী পরিষেবা যেমন ব্যাহত হচ্ছে ৷ তেমনি খাদ্যদ্রব্য, পণ্য পরিবহণের গাড়িও পৌঁছতে দেরি হচ্ছে ৷ যার ফলে গাড়িভাড়া যেমন বেশি লাগছে, তেমনি মূল্যবৃদ্ধিও ঘটছে ৷
আরও পড়ুন : Bus for Stranded Tourist : পাহাড়ে আটকে পড়া পর্যটকদের ফেরাতে চলবে অতিরিক্ত বাস
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ৷ তিনি জানিয়েছেন, জাতীয় সড়কের সমস্যা নিয়ে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন ৷ কম সময়ে দ্রুত সিকিমে পৌঁছানো যায় এমন একটি জাতীয় সড়ক তৈরির প্রস্তাব ইতিমধ্যে কেন্দ্রের জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির কাছে তিনি পেশ করেছেন ৷ বিকল্প জাতীয় সড়ক তৈরি হলে, ধসের মতো পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যাবে বলে মনে করেন তিনি ৷ প্রেম সিং তামাং নতুন জাতীয় সড়কটি কালিঝোড়া থেকে সিকিম পর্যন্ত তৈরি করার প্রস্তাব দিয়েছেন ৷ বর্তমান বিকল্প জাতীয় সড়ক কালিম্পংয়ের লাভা থেকে সিকিম পর্যন্ত রয়েছে ৷ যে জাতীয় সড়কটির জন্য সিকিম অনেক উপকৃত হয়েছে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Landslide : টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস, ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা জারি