ETV Bharat / state

উত্তরবঙ্গ সফরে কাটছাঁট, একদিন আগেই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী ? - mamata bandopadhyay

পাঁচ দিন নয়, চারদিনেই উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে কেন আগে ফিরতে পারেন তা জানা যায়নি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 23, 2019, 2:20 PM IST

Updated : Oct 23, 2019, 3:27 PM IST

কার্সিয়াং, 23 অক্টোবর : পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনই পাহাড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, পাঁচ দিন নয়, চারদিনেই কলকাতা ফিরতে পারেন মুখ্যমন্ত্রী ৷ অর্থাৎ শুক্রবার নয়, কালই কলকাতা ফিরতে পারেন তিনি ৷

শোনা যাচ্ছিল, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই মুখ্যমন্ত্রী না কি একদিন আগে কলকাতা ফিরতে পারেন ৷ তবে আজ রাতেই কলকাতা ছাড়ছেন অভিজিৎবাবু ৷ ফলে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করার প্রশ্নই নেই ৷

দুপুর 2টো থেকে কার্সিয়াঙের টাউন হলে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কার্সিয়াং টাউন হলে এখন সেই নিয়েই চলছে জোর তৎপরতা ৷

এদিকে, আজ সকালে গিড্ডা পাহাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপর ডাইহিলে গিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নির্মাণ কাজ দেখেন ৷

কার্সিয়াং, 23 অক্টোবর : পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনই পাহাড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, পাঁচ দিন নয়, চারদিনেই কলকাতা ফিরতে পারেন মুখ্যমন্ত্রী ৷ অর্থাৎ শুক্রবার নয়, কালই কলকাতা ফিরতে পারেন তিনি ৷

শোনা যাচ্ছিল, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই মুখ্যমন্ত্রী না কি একদিন আগে কলকাতা ফিরতে পারেন ৷ তবে আজ রাতেই কলকাতা ছাড়ছেন অভিজিৎবাবু ৷ ফলে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করার প্রশ্নই নেই ৷

দুপুর 2টো থেকে কার্সিয়াঙের টাউন হলে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কার্সিয়াং টাউন হলে এখন সেই নিয়েই চলছে জোর তৎপরতা ৷

এদিকে, আজ সকালে গিড্ডা পাহাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপর ডাইহিলে গিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নির্মাণ কাজ দেখেন ৷

Intro:পাঁচ দিনের সফর কাটছাঁট করে একদিন আগেই কলকাতায় ফিরতে পারেন সি এম


কার্সিয়াং, 23 অক্টোবর: আর কয়েক মুহূর্তের অপেক্ষা। এরপরেই কার্সিয়াঙয়ের টাউন হলে দার্জিলিং ও কালিমপঙ জেলার প্রশাসনিক বৈঠক শুরু করবেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটোয় বৈঠক শুরু হওয়ার কথা। কার্সিয়াঙ টাউন হলে এখন চলছে তারই জোর তৎপরতা। এদিকে মুখ্যমন্ত্রী এদিন সকালে গিড্ডা পাহাড়ে প্রাত ভ্রমণে বের হন। এরপর তিনি ডাউহিলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নির্মাণ কাজ দেখেন।


Body:পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনেই মুখ্যমন্ত্রী পাহাড়ে পৌঁছে যান। মঙ্গলবার রাতে ছিলেন কার্সিয়াঙ সার্কিট হাউসে। বুধবার জিটিএ সহ দার্জিলিং ও কালিমপঙ জেলার প্রশাসনিক বৈঠক ঘিরে প্রশাসনিক কর্তাদের মধ্যে চলছে শেষ মুহূতের তৎপরতা।


Conclusion:এদিকে বিশেষ সূত্রে খবর, বুধবার কার্সিয়াংয়ে বৈঠক করে শিলিগুড়ি ফিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সফর কাট ছাট করে বৃহস্পতিবারই ফিরে যেতে পারেন কলকাতায়।
Last Updated : Oct 23, 2019, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.