ETV Bharat / state

Fake Accounts on Social Media: সোশাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট থেকে মহিলাদের অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার যুবক - মহিলাদের অশ্লীল ছবি পোস্ট

সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে মহিলাদের অশ্লীল ছবি পোস্ট ৷ ঘটনায় অরুণাচল প্রদেশ থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Etv Bharat
অভিযুক্ত অমিত রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 7:27 PM IST

কালিম্পং, 23 অগস্ট: সোশাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এক মহিলার অশ্লীল ছবি পোস্ট ৷ মঙ্গলবার অরুণাচল প্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কালিম্পং জেলার আপার লোলে গ্রামের ঘটনা । অভিযুক্তের নাম অমিত রায় ৷ ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

জানা গিয়েছে, কালিম্পংয়ের আপার লোলের বাসিন্দা ওই মহিলা ৷ ওই একই এলাকার বাসিন্দা জেমস ডেন্ডি মোলমুর ৷ তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অসমের বাসিন্দা অমিত রায় নামে যুবক ৷ সোশাল মিডিয়ায় কালিম্পংয়ের মহিলাদের ছবি দিয়ে অশ্লীল ম্যাসেজ ও পোস্ট করছিল । বিষয়টি দেখামাত্র স্থানীয় এক মহিলা আসল জেমস ডেন্ডি মোলমুর বাড়িতে যায় ও তাকে হেনস্থা করে বলে অভিযোগ । সমস্ত বিষয়টি জানিয়ে ওই মহিলা কালিম্পং থানার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে ।

আরও পড়ুন: বিজেপি নেতার আপত্তিকর চ্যাটের ভিডিয়ো ভাইরাল! অস্বস্তিতে দল

অভিযোগ পেয়েই সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে ৷ সোশাল মিডিয়ায় সমস্ত তথ্য খতিয়ে দেখে ৷ ওই ভুয়া অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে । তদন্তের ভিত্তিতেই জানা গিয়েছে, অসমের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা অমিত রায় ৷ তিনি ওই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এই কাজ করছে । তথ্য পাওয়ামাত্র মঙ্গলবার অরুনাচল প্রদেশে অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সাইবার ক্রাইম বিভাগের আইসি রাজকুমার মালাকার বলেন, "তথ্য পাওয়া মাত্র একটি বিশেষ দল অরুণাচল প্রদেশে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে । জেলার অনেক মহিলার ছবি ব্যবহার করে অন্যের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অশ্লীলভাবে পোস্ট করতো ৷ ধৃতকে কালিম্পং জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।" জেরায় অভিযুক্ত জানান, জেমস ডেন্ডি মোলমুর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতেই তিনি ওই নাম ব্যবহার করে এই কাজটি করছেন ৷

কালিম্পং, 23 অগস্ট: সোশাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এক মহিলার অশ্লীল ছবি পোস্ট ৷ মঙ্গলবার অরুণাচল প্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কালিম্পং জেলার আপার লোলে গ্রামের ঘটনা । অভিযুক্তের নাম অমিত রায় ৷ ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

জানা গিয়েছে, কালিম্পংয়ের আপার লোলের বাসিন্দা ওই মহিলা ৷ ওই একই এলাকার বাসিন্দা জেমস ডেন্ডি মোলমুর ৷ তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অসমের বাসিন্দা অমিত রায় নামে যুবক ৷ সোশাল মিডিয়ায় কালিম্পংয়ের মহিলাদের ছবি দিয়ে অশ্লীল ম্যাসেজ ও পোস্ট করছিল । বিষয়টি দেখামাত্র স্থানীয় এক মহিলা আসল জেমস ডেন্ডি মোলমুর বাড়িতে যায় ও তাকে হেনস্থা করে বলে অভিযোগ । সমস্ত বিষয়টি জানিয়ে ওই মহিলা কালিম্পং থানার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে ।

আরও পড়ুন: বিজেপি নেতার আপত্তিকর চ্যাটের ভিডিয়ো ভাইরাল! অস্বস্তিতে দল

অভিযোগ পেয়েই সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে ৷ সোশাল মিডিয়ায় সমস্ত তথ্য খতিয়ে দেখে ৷ ওই ভুয়া অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে । তদন্তের ভিত্তিতেই জানা গিয়েছে, অসমের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা অমিত রায় ৷ তিনি ওই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এই কাজ করছে । তথ্য পাওয়ামাত্র মঙ্গলবার অরুনাচল প্রদেশে অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সাইবার ক্রাইম বিভাগের আইসি রাজকুমার মালাকার বলেন, "তথ্য পাওয়া মাত্র একটি বিশেষ দল অরুণাচল প্রদেশে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে । জেলার অনেক মহিলার ছবি ব্যবহার করে অন্যের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অশ্লীলভাবে পোস্ট করতো ৷ ধৃতকে কালিম্পং জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।" জেরায় অভিযুক্ত জানান, জেমস ডেন্ডি মোলমুর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতেই তিনি ওই নাম ব্যবহার করে এই কাজটি করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.