ETV Bharat / state

সংকটে চা শিল্প, শ্রমিক পিছু সপ্তাহে হাজার টাকা দাবি রাজ্যসভার সাংসদের

author img

By

Published : May 4, 2020, 12:20 AM IST

চা শিল্পের জন্য আর্থিক প্যাকেজসহ চা শ্রমিকদের আর্থিক সহায়তার দাবি রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রীর । আজ তিনি বলেন, চা শ্রমিকদের জন্য মাথাপিছু সপ্তাহে 1 হাজার টাকা করে দেওয়া হোক ।

mp santa chetri asked center to help the tea estate workers amid lockdown
লকডাউনে ক্ষতির মুখে চা শিল্প, কেন্দ্রীয় প্যাকেজের দাবি রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীর

কালিম্পং, 3 মে : চা শিল্পের জন্য আর্থিক প্যাকেজসহ চা শ্রমিকদের আর্থিক সহায়তার দাবি রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রীর । আজ তিনি বলেন, চা শ্রমিকদের জন্য মাথাপিছু সপ্তাহে 1 হাজার টাকা করে দেওয়া হোক । ইতিমধ্যেই এই দাবি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছেন তিনি । প্রধানমন্ত্রীকে এনিয়ে চিঠি লিখেছেন বলেও জানান তিনি ।

এবিষয়ে তিনি বলেন, লকডাউনের জেরে ফার্স্ট ফ্লাশ অর্থাৎ চা বাগানে মরশুমের নতুন পাতা তোলার কাজ শুরুর মুহূর্তেই দেশজুড়ে লকডাউনও শুরু হয় । ফলে চা শিল্পে এর ব্যাপক প্রভাব পড়ে । ফার্স্ট ফ্লাশ চা বিশ্ব বাজারে সমাদৃত । বেশি দাম পাওয়া যায় । কিন্তু লকডাউনের জেরে ওই চা পাতা তোলার কাজ ঠিকমতো হয়নি ৷ সেকারণে রপ্তানি না হওয়ায় লোকসানে চা শিল্প । সেজন্য কেন্দ্রীয় প্যাকেজের দাবি করেন তিনি ।

পাশাপাশি, কোরোনা পরিস্থিতির জেরে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি । আজ তিনি দুস্থদের খাদ্যসামগ্রী দিতে কালিম্পংয়ে যান । 150 জনকে খাদ্যসামগ্রী দেওয়া ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে কোরোনা পরিস্থিতির খোঁজও নেন । অন্যদিকে, কালিম্পঙকে অরেঞ্জ জোন থেকে রেড জোনে রাখার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন সাংসদ । তিনি বলেন, কোরোনা নিয়ে রাজনীতি কাম্য নয় ।

এর আগে উত্তরবঙ্গে প্রথম কালিম্পঙের এক মহিলা কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর জিটিএ চেয়ারম্যান অনিত থাপা কালিম্পঙে থেকে সবাইকে সঙ্গে নিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন । এরপর 2 এপ্রিলের পর থেকে কালিম্পং থেকে কোরোনা আক্রান্তের কোনও খোঁজ না মেলায় কালিম্পং ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি । আজ কালিম্পঙে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ ।

কালিম্পং, 3 মে : চা শিল্পের জন্য আর্থিক প্যাকেজসহ চা শ্রমিকদের আর্থিক সহায়তার দাবি রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রীর । আজ তিনি বলেন, চা শ্রমিকদের জন্য মাথাপিছু সপ্তাহে 1 হাজার টাকা করে দেওয়া হোক । ইতিমধ্যেই এই দাবি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছেন তিনি । প্রধানমন্ত্রীকে এনিয়ে চিঠি লিখেছেন বলেও জানান তিনি ।

এবিষয়ে তিনি বলেন, লকডাউনের জেরে ফার্স্ট ফ্লাশ অর্থাৎ চা বাগানে মরশুমের নতুন পাতা তোলার কাজ শুরুর মুহূর্তেই দেশজুড়ে লকডাউনও শুরু হয় । ফলে চা শিল্পে এর ব্যাপক প্রভাব পড়ে । ফার্স্ট ফ্লাশ চা বিশ্ব বাজারে সমাদৃত । বেশি দাম পাওয়া যায় । কিন্তু লকডাউনের জেরে ওই চা পাতা তোলার কাজ ঠিকমতো হয়নি ৷ সেকারণে রপ্তানি না হওয়ায় লোকসানে চা শিল্প । সেজন্য কেন্দ্রীয় প্যাকেজের দাবি করেন তিনি ।

পাশাপাশি, কোরোনা পরিস্থিতির জেরে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি । আজ তিনি দুস্থদের খাদ্যসামগ্রী দিতে কালিম্পংয়ে যান । 150 জনকে খাদ্যসামগ্রী দেওয়া ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে কোরোনা পরিস্থিতির খোঁজও নেন । অন্যদিকে, কালিম্পঙকে অরেঞ্জ জোন থেকে রেড জোনে রাখার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন সাংসদ । তিনি বলেন, কোরোনা নিয়ে রাজনীতি কাম্য নয় ।

এর আগে উত্তরবঙ্গে প্রথম কালিম্পঙের এক মহিলা কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর জিটিএ চেয়ারম্যান অনিত থাপা কালিম্পঙে থেকে সবাইকে সঙ্গে নিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন । এরপর 2 এপ্রিলের পর থেকে কালিম্পং থেকে কোরোনা আক্রান্তের কোনও খোঁজ না মেলায় কালিম্পং ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি । আজ কালিম্পঙে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.